December 2, 2017
GST rates changing repeatedly proving to be a hindrance: Dr Amit Mitra

As a result of the hurried manner in which the Goods and Services Tax (GST) was introduced, the taxation rates are being changed repeatedly by the Central Government, which is proving to be a hindrance in the smooth implementation of the system. This was stated recently by the Bengal Finance and Industries Minister, Dr Amit Mitra at a seminar held at the India International Trade Fair 2017 at Pragati Maidan in New Delhi.
He said, with so frequent changes, businesses, especially the small businesses, which cannot afford to hire qualified chartered accountants to be explained all the complexities, are finding it very difficult to follow the rules and regulations of the system while filing their income tax reports.
Even GST Network, the organisation responsible for writing the software for the fully-online system, is failing to cope with the changes, according to the minister. As a result of these difficulties, the tax collection by both the Centre as well as the states has taken a hit.
বারবার বদলের জেরে বাড়ছে জিএসটি বিপত্তিঃ অমিত মিত্র
মসৃণ জিএসটির পথে বাধা ঘন-ঘন করের হার বদল। বিপত্তি বাঁধছে নিয়ম-কানুন লাগাতার পাল্টাতে থাকার জেরেও। কারণ, বারবার ওই বদলের সঙ্গে তাল মেলানো কঠিন হচ্ছে জিএসটি নেটওয়ার্কের(জিএসটিএন) পক্ষে। যা নতুন কর-ব্যবস্থার মেরুদণ্ড। তাই হয়রান ব্যবসায়ীরা। ঘুম ছুটছে নেটওয়ার্ক সামলানো লোকেদেরও। তড়িঘড়ি জিএসটি চালুর মাসুল গোনা নিয়ে এ ভাবেই কেন্দ্রের দিকে ফের তোপদাগলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
দিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক শিল্প-বাণিজ্য মেলায় অমিতবাবুর অভিযোগ, তাড়াহুড়োয় জিএসটি চালু করার জন্যই এখন এত ঘন ঘন করের হার বদলাতে হচ্ছে। ঘাম ছুটছে আমজনতা, ব্যবসায়ীএমনকী জিএসটিএন সামাল দেওয়া লোকেদেরও। তাঁর দাবি, এর খেসারতে কর সংগ্রহ কমেছে কেন্দ্র-রাজ্য উভয়েরই।
অমিতবাবুর কথায়, ‘‘ঘন ঘন করের হার বদলানোয় জিএসটি নেটওয়ার্ক নিয়ে যাঁরা কাজ করছেন তাঁরাও সমস্যায় পড়ছেন। পণ্যে কর কমানো সমর্থন করি। কিন্তু তার পিছনে নির্দিষ্ট নীতি থাকা প্রয়োজন। ইচ্ছে মতো করা অনুচিত।’’
এ ছাড়া অমিতবাবুর অভিযোগ, জিএসটিতে রাজস্ব আদায় বৃদ্ধির যে আশা করা হয়েছিল, তা মেটেনি। তাঁর দাবি, অগস্ট-সেপ্টেম্বরে কেন্দ্রের কোষাগারে প্রায় ৬৫ হাজার কোটি টাকা কম ঢুকেছে। রাজ্যগুলিরক্ষেত্রে তা প্রায় ৩০ হাজার কোটি। তাঁর মতে, এটিরও অন্যতম কারণ জিএসটিএনে সমস্যা। সেখানে রিফান্ডের সমস্যাও যথেষ্ট বলে তাঁর দাবি।
Source: Anandabazar Patrika