সেপ্টেম্বর ১০, ২০১৯
পরিবেশ বাঁচাতে ৬০ হাজার স্মার্ট স্ট্রীটলাইট

বায়ুদূষণ প্রতিরোধের জন্য এবার রাজ্যের সমস্ত পুর এলাকায় এলইডি লাগানোর কাজ শুরু করল রাজ্য সরকার। বিধাননগরের“শুভান্ন’-তে এক কর্মসূচীতে একসঙ্গে প্রায় ৬০ হাজার স্মার্ট এলইডি স্ট্রীটলাইট উৎসর্গ করে এমনই ঘোষণা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। রাজ্যের গ্রীন মিশনের অঙ্গ হিসাবে এই প্রকল্পের আলোগুলি লাগানো হবে বাঁকুড়া, বেলভাঙা, বজবজ ও খড়দা পুরসতায়।
প্রায় ৬০ হাজার স্ট্রীটলাইট ৮৫ হাজার মেট্রিক টন কার্বন নিঃসরণ কমাবে। এর ফলে ১২.২ মিলিয়ন বিদ্যুতের ইউনিটের খরচ কমবে। পুরমন্ত্রী জানান, “কলকাতা ও বিধাননগর পুরসভা এলাকায় প্রায় ১ লক্ষ স্মার্ট এলইডি আলো দিয়ে নতুন করে সাজানো হবে। আলোকগুলিকে একটি ওয়েব-ভিত্তিক নজরদারি ব্যবস্থার সঙ্গে জুড়ে দেওয়া হবে। রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ ও নজরদারি করা ষাবে। বিদ্যুতের অতিরিক্ত খরচও কমানো যাবে।”
রাজ্যের অন্য সমস্ত পুরসভা, কর্পোরেশন ও উন্নয়ন পর্যদেও নয়া পরিকল্পনা কার্যকরের চেষ্টা হচ্ছে বলে পুরমন্ত্রী জানান। পাহাড় থেকে সমতল সমস্ত পুরসভাতেই এমন আলো বসছে বলে জানান পুরমন্ত্রী।
সৌজন্যেঃ প্রতিদিন