সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১০, ২০১৯

পরিবেশ বাঁচাতে ৬০ হাজার স্মার্ট স্ট্রীটলাইট

পরিবেশ বাঁচাতে ৬০ হাজার স্মার্ট স্ট্রীটলাইট

বায়ুদূষণ প্রতিরোধের জন্য এবার রাজ্যের সমস্ত পুর এলাকায় এলইডি লাগানোর কাজ শুরু করল রাজ্য সরকার। বিধাননগরের“শুভান্ন’-তে এক কর্মসূচীতে একসঙ্গে প্রায় ৬০ হাজার স্মার্ট এলইডি স্ট্রীটলাইট উৎসর্গ করে এমনই ঘোষণা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। রাজ্যের গ্রীন মিশনের অঙ্গ হিসাবে এই প্রকল্পের আলোগুলি লাগানো হবে বাঁকুড়া, বেলভাঙা, বজবজ ও খড়দা পুরসতায়।

প্রায় ৬০ হাজার স্ট্রীটলাইট ৮৫ হাজার মেট্রিক টন কার্বন নিঃসরণ কমাবে। এর ফলে ১২.২ মিলিয়ন বিদ্যুতের ইউনিটের খরচ কমবে। পুরমন্ত্রী জানান, “কলকাতা ও বিধাননগর পুরসভা এলাকায় প্রায় ১ লক্ষ স্মার্ট এলইডি আলো দিয়ে নতুন করে সাজানো হবে। আলোকগুলিকে একটি ওয়েব-ভিত্তিক নজরদারি ব্যবস্থার সঙ্গে জুড়ে দেওয়া হবে। রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ ও নজরদারি করা ষাবে। বিদ্যুতের অতিরিক্ত খরচও কমানো যাবে।”

রাজ্যের অন্য সমস্ত পুরসভা, কর্পোরেশন ও উন্নয়ন পর্যদেও নয়া পরিকল্পনা কার্যকরের চেষ্টা হচ্ছে বলে পুরমন্ত্রী জানান। পাহাড় থেকে সমতল সমস্ত পুরসভাতেই এমন আলো বসছে বলে জানান পুরমন্ত্রী।

সৌজন্যেঃ প্রতিদিন