সাম্প্রতিক খবর

নভেম্বর ১৫, ২০১৯

শেষ হল কলকাতা ২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

শেষ হল কলকাতা ২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

শুক্রবার সন্ধ্যায় সাড়ম্বর আয়োজনের মধ্যেদিয়ে দিয়ে সমাপ্তি ঘটে ২৫ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের। নজরুল মঞ্চে চলচ্চিত্র উৎসবের এই সমাপ্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৮ই নভেম্বর এই অনুষ্ঠানের সূচনা হয় নেতাজি ইনডোর স্টেডিয়ামে।

এই অনুষ্ঠানেই গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার ও হীরালাল সেন স্মৃতি পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবানা আজমি। এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের আলোকোজ্জ্বল ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসবে অংশগ্রহণকারী দেশ ও বিদেশের প্রতিনিধিগণ। শারীরিক অসুস্থতার জন্য হাজির থাকতে না পারলেও, কলকাতা সিনেপ্রেমীদের জন্য ভিডিও বার্তা রেকর্ড করে পাঠিয়েছেন অমিতাভ বচ্চন।

পুরষ্কারের তালিকাঃ

Golden Royal Bengal Tiger Award for …
Best Film: The Weeping Woman
Best Director: Vaclav Marhoul (for The Painted Bird)
Best Indian Documentary Film: Abridged
Best Indian Short Film: Summer Rhapsody

Special Jury Award (among international films): Aga’s House

Hiralal Sen Memorial Award (for Indian language films) for …
Best Film: Mai Ghat: Crime No 103/2005
Best Director: Indrashis Acharya (for Parcel)

Special Jury Award (among Indian films): Run Kalyani

NETPAC Award: Devi Aur Hero

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

এই ৭ দিন ধরে পুলিশ প্রশাসন প্রেস মিডিয়া সকলে খুব ভালো কাজ করেছে। সকল কর্মকর্তাদের অনেক ধন্যবাদ। আগামিদিনে আরও ভালো কাজ করুন। আর এখন থেকেই আমাদের ভাবতে হবে কি করে ২৬তম চলচ্চিত্র উৎসব আমরা আরও ভালো করে করতে পারি

শাবানা আজমি জি যে Freedom of expression এর কথা বললেন আমি তা appreciate করছি। মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই দরকার, এটা না থাকলে মানুষের কোন কিছু করার বা বলার অধিকার থাকে না। Freedom of expression আজকের দিনে খুব প্রয়োজনীয়। এটা আমাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার

সকলকে আবেদন করব আবারও এখানে আসার জন্য। দয়া করে ভুলবেন না এটা আপনাদের home state. বারবার এখানে আসুন, আপনাদের ছাড়া এই উৎসব সফল হয় না।কলকাতা হল sweetest part of the world. আমরা সব ধর্মের সব জাতির মানুষকে ভালোবাসি, তাদের নিয়ে একসাথে থাকি। কারণ, মনুষ্যত্বই গণতন্ত্রের আসল পিলার

আমি সিনেমা ভীষণ ভালোবাসি। সকল শিল্পীদের কাছে আমার অনুরোধ হলিউড–বলিউড-টলিউড মধ্যে একটা ব্রিজ থাকা দরকার যেটা আমাদের ভবিষ্যতে আরও অনেক উৎসাহ দেবে এবং আমাদের সফল হতে সাহায্য করবে
সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা ও অনেক ধন্যবাদ