সাম্প্রতিক খবর

জুন ২৯, ২০১৯

জলাভূমি রক্ষায় কড়া বার্তা মেয়রের

জলাভূমি রক্ষায় কড়া বার্তা মেয়রের

কলকাতা পুর-এলাকায় জলাভূমি ভরাটের অভিযোগ পেয়েও পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ না করলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধেই এফআইআর করা হবে। কোনও রাজনৈতিক দলের নেতার সমর্থক এতে জড়িত, এমন অজুহাত দেখানো যাবে না। রাজ্য সরকারের এই কড়া অবস্থানের কথা বুধবার বিধানসভায় জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র।

 মন্ত্রীর দাবী, বাম আমলে জলাভূমি ভরাট হলেও তৃণমূল জমানায় নতুন করে জলাভূমি ভরাটের খবর নেই। তবে একই সঙ্গে পুলিশকে কড়া পদক্ষেপের বার্তাও দিয়েছেন তিনি। মেয়র বলেন, ‘জলাভূমি ভরাটের অভিযোগ পেয়ে যদি থানার ওসি কোনও পদক্ষেপ না করেন তা হলে ওই ওসির বিরুদ্ধেই এফআইআর করা হবে। কোনও নেতার ছেলে এর সঙ্গে জড়িত-এই যুক্তি দেখিয়ে দায়িত্ব এড়ানো যাবে না।’ তৃণমূল জমানায় কলকাতায় জলাভূমি ভরাটের বদলে পুকুর সংস্কার করা হচ্ছে বলেও দাবি মন্ত্রীর।

 মেয়রের কথায়, ‘কলকাতায় ৭৫ কোটি টাকা খরচ করে ১৩০টি পুকুর সংস্কার করা হয়েছে। জলাজমি রক্ষা করলে ৯৯ শতাংশ কর মকুবেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধায়কদের বলছি, কোনও তথ্য থাকলে দিন। পদক্ষেপ না করা হলে মেয়র পদে থাকার কোনও অধিকার থাকবে না আমারও।’