নভেম্বর ১৭, ২০১৯
‘গুড টাচ-ব্যাড টাচ’ শিক্ষা সরকারি স্কুলেও

স্পর্শ কখনও কখনও নিছক ছোঁয়া নয়। তার মধ্যে থাকে বিকৃতি বা দুরভিসন্ধি। কলকাতা-সহ ছ’টি জেলার প্রায় ৩০০টি স্কুলে ৪ থেকে ১২ বছর বয়সি পড়ুয়াদের ভালো-খারাপ স্পর্শের পার্থক্য বোঝাতে এই শিক্ষা দেওয়া হবে। ভালো-খারাপ স্পর্শের পাশাপাশি শিশুদের যৌন হেনস্থার বিরুদ্ধে সচেতন করা হবে স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী এবং অভিভাবকদেরও।
বণিকসভা সিআইআই-এর সঙ্গে একটি মৌ স্বাক্ষর করে স্বেচ্ছাসেবী সংস্থা ক্রাই। সরকার ছাড়াও এই দুই সংস্থা মিলে সমাজের বৃহত্তর স্বার্থে আগামী দিনে স্কুলে স্কুলে গিয়ে শিশু যৌন হেনস্থার বিরুদ্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে সচেতন করবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে।
আপাতত আগামী ছ’মাসের জন্য কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং মালদায় এই উদ্যোগ পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে। ওই সব জেলার আপাতত ১০ শতাংশ প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলগুলিতে এই সচেতনতা চলবে।
ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় নিজেদের উদ্যোগে এ জন্য কর্মশালা করানো হয়েছে। কার্টুন, সিনেমা, নাটক এমনকী গল্পের ছলেও ছেলেমেয়েদের পাঠ দেওয়া হবে। কথা বলা হবে স্কুলের পরিচালন সমিতি থেকে অভিভাবক সবার সঙ্গেই।
সৌজন্যেঃ এই সময়