May 6, 2017
GJM indulges in politics of deceit, says Abhishek Banerjee

All India Trinamool Congress Youth president and MP Abhishek Banerjee while laying bare Mamata Banerjee’s Hill development report card alleged that the Bimal Gurung-led Gorkha Janmukti Morcha (GJM) is only indulging in politics of deceit.
Abhishek flagged off his Municipal election campaign trail from Darjeeling on Friday by addressing a TMC rally. “The GJM only knows how to hoodwink public. They have been betraying the simple hill folks over the years. They can go to any extent to retain their power, pelf and chairs. There has been no development in the Hills under the GJM,” claimed Abhishek.
Taking a dig at the GJM and the BJP, Banerjee stated: “As per the BJP, Prime Minister Narendra Modi has a 56 inch chest. Here in Darjeeling, the GJM leaders including Bimal Gurung and Roshan Giri have 56 inch long tongues which they use to tell lies efficiently,” alleged Abhishek.
He also stated that despite having no elected public representatives in the Hills including MLAs, MP, Municipal Councillors, Panchayats or GTA members, Chief Minister Mamata Banerjee has opened the floodgates of development in the Hills. “She works sincerely for the poor and the downtrodden and the Hills occupy a special place in her heart. Whatever she had committed for the Hills has been fulfilled,” Abhishek asserted.
The AITMYC President stated that as per the Chief Minister’s commitment, Lamahatta has been developed into a new tourist spot; Kalimpong has been made into a separate district; Mirik upgraded to a sub-division; 15 community-based boards have been constituted that are working for the preservation of the language and culture; a campus of Presidency College is being opened in Kurseong along with new ITIs and colleges all over the Hills.
“Despite having all public representatives under them and the four Hill Municipalities what have the GJM done in the past 5 years? They cannot boast of a single successful achievement. The state has given the Darjeeling Municipality Rs 12 crore for drinking water scheme; Rs 4 crore for street lights and Rs 15 crore for waste management. Not a single thing has been done. Where has the money gone,” questioned Abhishek.
The youth leader stated that the BJP is not sincere towards their commitments to the Hills. “BJP President visited North Bengal but did not undertake the three-hour journey to Darjeeling. Your BJP MP does not raise your voice in the Parliament,” claimed the TMC MP.
He further stated that the TMC does not resort to divisive and communal politics. “While GJM divides, we want to unite. We want to take all along in our pace of development and good governance,” he added. “Whether we win or lose, we will ensure that politics of violence, intimidation and bandh ends in the Hills. Democracy has returned and different parties along with independent candidates for the first time in a long while are taking part in Municipal elections in the Hills,” claimed Abhishek.
মোর্চাকে পাহাড়ছাড়া করার ডাক অভিষেকের
দার্জিলিঙে তৃণমূলের জনসভায় জনস্রোত। অভিষেক ব্যানার্জির ভাষণ শুনতে পাহাড়ি পাকদণ্ডীতে শুধু মানুষ আর মানুষ। সেই ভিড়ের দিকে হাত তুলে মোর্চাকে পাহাড়ছাড়া করার ডাক দিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক ব্যানার্জি।
তিনি বলেন, ‘১৭ মে–র পর পাহাড়বাসীর সঙ্গে ওঁদের মাথা নিচু করে কথা বলতে হবে। দার্জিলিং মানে টি ট্যুরিজম টিম্বার। এবারে এর সঙ্গে আরও একটি ‘টি’ যুক্ত হবে। সেটা হল টিএমসি।’
তিনি মোর্চাকে উদ্দেশ্য করে জানান, ‘এতদিন পাহাড়ের মানুষকে ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে বারে বারে জিতে এসেছে। কিন্তু ভয় পাওয়ার দিন আর নেই। আর ভয় পাবেন না। ওরা চমকালে আপনারাও চমকাবেন। ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে।’ মোর্চাকে বারে বারে মিথ্যেবাদী বলে অভিহিত করেছেন অভিষেক। বলেন,‘মিথ্যে কথা বলে বলে এদের জিভ ৫৪ ইঞ্চি লম্বা হয়ে গেছে। ওখানে লাগাম টানতে হবে। আমরা মিথ্যার রাজনীতি করি না, জনগণের কাজ করি।’
মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রী পাহাড়কে ভালবাসেন। পাহাড় ওঁর হৃদয়ে আছে। গত ৬ বছরে অন্তত ৭০ বার পাহাড়ে এসেছেন। পর্যটন থেকে শিক্ষা, যোগাযোগের রাস্তা থেকে পানীয় জলের জন্য সবরকম কাজ করেছেন। দার্জিলিং পুরসভাকে ১২–১৩ কোটি টাকা দিয়েছেন পানীয় জলের জন্য। পথবাতির জন্য ৪ কোটি টাকা দিয়েছেন। কিন্তু এরা কিচ্ছু করেনি। এদের কাজ একটাই, এলোমেলো করে দে মা লুটে পুটে খাই।’