সাম্প্রতিক খবর

নভেম্বর ২৫, ২০১৯

কন্যাশ্রীর সৌজন্যে বাংলায় কমেছে নারী পাচার

কন্যাশ্রীর সৌজন্যে বাংলায় কমেছে নারী পাচার

মোহরকুঞ্জে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহের শেষ দিন অর্থাৎ ২০ নভেম্বর মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রী নারী পাচার রোধের ওপর জোর দেন। তিনি বলেন, আমাদের নারী পাচার রোধে জোর দেওয়া উচিৎ।

এনসিআরবি রিপোর্ট অনুযায়ী ২০১২ সালে নারী পাচারের ঘটনা ঘটেছিল ৪১৬৮টি। ২০১৭ সালে সেই সংখ্যা কমে হয় ২৯৯। এই পাঁচ বছর সময়ে কন্যাশ্রীর সংখ্যা ০ (কারণ কন্যাশ্রী চালু হয় ২০১৩ তে) থেকে বেড়ে হয় ৩৫ লক্ষ।

কন্যাশ্রী প্রকল্পে ইতিমধ্যেই ৬০ লক্ষ মেয়ে নথিভুক্ত হয়েছে বাংলায়। এই প্রকল্পে রাজ্য সরকার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা প্রদান করে। ২০১৪ সালে একটি পৃথক পাচার বিরোধী ইউনিটও খোলা হয়েছে এই বিষয়ে। এই ইউনিটের প্রধান হল সিআইডি।