May 18, 2017
Gatidhara to empower 10,000 more people towards self-employment

Around 10,000 people will be getting financial assistance to buy their own vehicles under Gatidhara Scheme during the 2017-18 fiscal. The State Transport Department will start the process of taking new applications by the middle of May.
This is the first time when so many people would be getting the benefits of Gatidhara scheme. During the last two financial years, a total of 13,700 people have received the benefits. The budget allocation for Gatidhara this fiscal is around Rs 94 crore.
Gatidhara is one of the dream projects of Chief Minister Mamata Banerjee and the step was taken to create opportunities for self-employment in the State.
Under the scheme, a person gets a financial assistance of Rs 1 lakh to buy a vehicle from the State Government. Most people face difficulty in gathering the minimum amount of money that one has to pay to buy a car against bank loans. This initiative of the State Government helps them to pay the minimum amount to buy the car against a bank loan.
The state Transport department has set up 1,300 centres across the State to help unemployed youth avail the Gatidhara scheme. Officials have been posted at these centres to provide all necessary information, and provide and accept application forms as well. One can also apply for the scheme at the Regional Transport Offices (RTOs).
The applicants also receive assistance in getting road permits and registration numbers for their vehicles without any hassle.
আরও ১০ হাজার মানুষকে স্বনির্ভরতার পথ দেখাবে গতিধারা
২০১৭-১৮ অর্থবর্ষে প্রায় ১০ হাজার মানুষকে আর্থিক সহায়তা দেওয়া হবে গতিধারা প্রকল্পের অধীনে। মে
মাসের মাঝামাঝি থেকে এই প্রক্রিয়া শুরু করবে রাজ্য পরিবহণ দপ্তর।
এই প্রথম এতজন মানুষ একসাথে গতিধারার সুবিধা পাচ্ছে। গত দুই আর্থিক বছরে মোট ১৩,৭০০ জন
গতিধারা প্রকল্পের সুবিধা পেয়েছেন। এই অর্থবর্ষে গতিধারা প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ৯৪ কোটি টাকা।
গতিধারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে একটি, যেটি রাজ্যে স্বনির্ভরতার একটি
নজির সৃষ্টি করেছে।
এই প্রকল্পের অধীনে, একজন ব্যক্তি গাড়ি কেনার জন্য সরকারের কাছ থেকে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য
পাবে। অনেক মানুষকে গাড়ির লোন পাওয়ার জন্য যে ন্যুনতম অর্থ জমা দিতে হয় তা সংগ্রহ করতেও প্রচুর কাঠখড় পোড়াতে হয়। এই গতিধারা প্রকল্প সেয় ন্যুনতম অর্থ জগাড় করতে সহায়তা করে।
পরিবহন বিভাগ রাজ্য জুড়ে প্রায় ১,৩০০ সহায়তা কেন্দ্র স্থাপন করেছে যেখান থেকে গতিধারা প্রকল্প সম্পর্কে সব রকম তথ্য সহ গাড়ির জন্য অ্যাপ্লিকেশন দেওয়া ও জমা নেওয়া হয়। প্রত্যেকটি কেন্দ্রে উপযুক্ত আধিকারিক নিয়োজিত আছে।
এছাড়া রোড পারমিট ও রেজিস্ট্রেশন নম্বর পেতে যাতে কোনরকম সমস্যা না হয় সেই সংক্রান্ত সবরকম সহায়তাও করে এই কেন্দ্রগুলি।