সাম্প্রতিক খবর

জুন ৭, ২০১৯

রাজ্যকে 'আর্থিক সহায়তায় অক্ষম', নীতি আয়োগের বৈঠক বাতিল মুখ্যমন্ত্রীর

রাজ্যকে 'আর্থিক সহায়তায় অক্ষম', নীতি আয়োগের বৈঠক বাতিল মুখ্যমন্ত্রীর

আগামী ১৫ জুন নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের প্রকল্পগুলি রূপায়ণে কেন্দ্রের ওই উদ্যোগে কোনও আর্থিক সহায়তার ব্যবস্থা না থাকার কারণে বৈঠকে তাঁর উপস্থিতি অর্থহীন।

তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমি ইতিমধ্যেই চিঠি লিখে জানিয়েছি। এছাড়া, আমি অনেক মুখ্যমন্ত্রীকেও এই চিঠি লিখেছি। প্ল্যানিং কমিশন স্বাধীনতার পর থেকে কাজ করেছে। আমি নিজেও মুখ্যমন্ত্রী হিসেবে অনেক বৈঠকে গেছি। রাজ্যের দাবী জানাতাম, আলোচনা করতাম। তারা প্ল্যান সাইজ ঠিক করে দিত। কিন্তু, নীতি আয়োগে সেসব কিছু নেই।

তিনি আরও বলেন, ইন্টার স্টেট কাউন্সিল তুলে দেওয়া হয়েছে, যেখানে বক্তব্য রাখা যেত। আজকের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় রাজ্যের কথা বলার জায়গা নেই।

এর আগেও প্ল্যানিং কমিশন ভেঙে দেওয়ায় এবং রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করে কেন্দ্রের নতুন কাঠামো তৈরির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নীতি আয়োগ বৈঠকে অনুপস্থিত থেকেছেন মুখ্যমন্ত্রী। এদিনের চিঠিতে সহায়ক যুক্তরাষ্ট্রীয় নীতি মজবুত করার লক্ষ্যে আন্ত-রাজ্য কাউন্সিল গড়ার বিষয়ে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।