Latest News

October 9, 2017

From next year, Bengal Govt to organise immersion carnival in all districts

From next year, Bengal Govt to organise immersion carnival in all districts

After the grand success of the Bengal Government-organised immersion carnival, named  Bishorjon  Carnival, on Red Road in Kolkata over two years, the government has decided to hold similar carnivals in every district from the next year.

According to State Government sources, many Durga Puja organisers from the districts had approached the government for a place in the Red Road carnival. But it was not possible to accommodate idols of all the Puja organisers held on October 3.

As a result, to give a similar platform to the award-winning Durga Pujas of the districts, the State Government has decided to organise immersion carnivals in every district. The best 25 in each district will be allowed to participate in the respective carnivals of the districts.

Chief Minister Mamata Banerjee had started the Bishorjon Carnival in 2016. The carnival consists of tableaux of the best Durga Pujas – idols, some of the items of the decorations and dhakis (drummers) loaded on to trailers – going in a procession past a large gallery of spectators on the way to immersion.

The district authorities will be identifying suitable stretches of roads where the processions can be conducted without causing much inconvenience to common people. Also, like on Red Road, they will be decorating the roads using special lighting arrangements and flowers.

This year, idols of three best Durga Puja organisers from Howrah and one from North 24 Parganas took part in the Red Road carnival.

মিলেছে অভূতপূর্ব সাফল্য, এবার সব জেলায় কলকাতার ধাঁচে কার্নিভাল

অভূতপূর্ব সাফল্য ও গণ উন্মাদনার সাক্ষী রইল শহর কলকাতা। রাজ্যে দুর্গাপুজো কার্নিভালের সেই উজ্জ্বল কৃতিত্বকে মাথায় রেখে সরকার এবার প্রতি জেলায় পুজো কার্নিভাল চালুর কথা ভাবছে। এ ব্যাপারে প্রাথমিক চিন্তাভাবনাও সারা।

প্রশাসন সূত্রের খবর, কার্নিভালের জন্য প্রতি জেলার সেরা ২৫টি পুজোকে বেছে নেওয়া হবে। জেলা প্রশাসনের সদর দপ্তর অর্থাৎ, জেলাশাসক ও পুলিশ সুপারের যৌথ উদ্যোগে এই আয়োজন হবে। শোভাযাত্রার জন্য বিসর্জনের ঘাট পর্যন্ত নির্দিষ্ট রুটও বেছে নেওয়া হবে। সেই পথেই হবে কার্নিভাল। পুজোর সঙ্গে জড়িয়ে স্থানীয় আবেগকে গুরুত্ব দিয়ে সেই এলাকা ছুঁয়েই হবে প্রতিমা বিসর্জন। তার জন্য জেলা সদর দপ্তরেই আবেদন করতে হবে পুজো কমিটিগুলিকে।

মঙ্গলবার সন্ধ্যায় ভাসানের শোভাযাত্রার অসম্ভব সাফল্যে খুশি হয়ে রেড রোডে বসেই প্রশাসনের এহেন পরিকল্পনায় একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই জেলা প্রশাসনের কাছে প্রাথমিক নির্দেশ পৌঁছে গিয়েছে।

কলকাতার পুজো কার্নিভাল দ্বিতীয় বছরে পড়ল। যত দিন যাচ্ছে, তার জৌলুস তত বাড়ছে। বিদেশি অতিথিরা পর্যন্ত তা চাক্ষুষ করতে পাড়ি জমাচ্ছেন দুর্গপাড়ের রাস্তায়। যে উৎসবে দেখে চোখ ঝলসে গিয়েছে জাপান, বার্সার ফুটবলপ্রেমী নাগরিকদের। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের প্রাক্কালে বিশ্বের ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে বাংলার বহু শিল্পীর কাজ।

Source: Millennium Post