February 15, 2017
Foundation laid for housing complex solely made for Bengal Govt employees

The foundation of ‘Akhankha’ housing complex at New Town was laid on Tuesday. This is the housing complex solely made for state government’s non-executive employees.
The state Housing department initiated the project, in which 447 flats have already been allotted out of 500 flats. The work will be initiated soon. The project will be completed by 2019.
There are many State government employees who work tirelessly but could not build their homes. The previous government did not think about those employees. Now, the present government has planned this project for them.
রাজ্য সরকারি কর্মীদের জন্য আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল
নিউ টাউনে ‘নন-এক্সিকিউটিভ’ সরকারি কর্মীদের জন্য মালিকানাভিত্তিক আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল মঙ্গলবার। আবাসনটির নাম রাখা হয়েছে ‘আকাঙ্খা’।
রাজ্য আবাসন দপ্তরের এই প্রকল্পে মোট ৫০০ ফ্ল্যাটের মধ্যে ইতিমধ্যেই ৪৪৭টি ফ্ল্যাট বণ্টন করা হয়ে গেছে। এই প্রকল্পের কাজ ২০১৯ সালের মধ্যে শেষ হয়ে যাবে।
অনেক রাজ্য সরকারের কর্মী নিজের বাসস্থান তৈরি করে উঠতে পারেন না। আগের সরকার রাজ্য সরকারি কর্মীদের এই সমস্যার জন্য কিছুই করেনি। বর্তমান সরকার তাই সরকারি কর্মীদের জন্য এই প্রকল্প শুরু করেছে।
Image is representative