December 12, 2017
Forest Dept to bring 12 royal Bengal tigers to Buxa Tiger Reserve

Buxa Tiger Reserve (BTR) in Alipurduar district is to get 12 royal Bengal tigers, courtesy the State Forest Department. The tigers will be brought from the forest reserves in Assam, which have similar flora and fauna as the Buxa forest.
Buxa is also home to smaller cats such as common clouded leopards, jungle cats and fishing cats. The list of major herbivores includes elephant, Indian gaur, chital, sambar, barking deer and hog deer.
The Forest Department has also decided to bring in least 50 sambars and a good number of bisons from Jaldapara National Park to BTR to boost the food chain ahead of the introduction of the big cats. In any forest where tigers are present in India, they are at the top of the food chain.
The tiger reserve has an area of about 757.9 square kilometres (sq km), of which 390 sq km lies in the core area and 367 sq km in the buffer zone.
বক্সা টাইগার রিজার্ভে আসছে ১২টি নতুন রয়েল বেঙ্গল টাইগার
রাজ্য বন দপ্তরের সৌজন্যে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ পেতে চলেছে আরও ১২টি রয়েল বেঙ্গল টাইগার। এই ১২টি বাঘ আসবে অসমের জঙ্গল থেকে। অসমের জঙ্গলের সাথে বক্সার জঙ্গলের প্রাকৃতিক মিল থাকার ফলে বাঘগুলিকে আনা হচ্ছে।
বক্সার জঙ্গলে বাঘ ছাড়াও মেঘলা চিতা, বনবিড়াল, মেছোবিড়াল প্রভৃতি মাংসাশী প্রাণী আছে। এছাড়া তৃণভোজী প্রাণীদের মধ্যে হাতি, গড় হরিণ, চিতল হরিণ, সম্বর হরিণ, বার্কিং ডিয়ার ও হগ ডিয়ারও দেখা যায় এখানে।
বাঘ ছাড়াও জলদাপাড়া থেকে বক্সায় ৫০টি সম্বর হরিণ ও বহুসংখ্যক বাইসন আনার পরিকল্পনা করছে বন দপ্তর। এর ফলে খাদ্য শৃঙ্খল ঠিক থাকবে, যেহেতু মাংসাশী প্রাণীর সংখ্যা বাড়তে চলেছে।
বক্সা টাইগার রিজার্ভটি ৭৫৭.৯ বর্গ কিঃমিঃ অঞ্চল জুড়ে বিস্তৃত, যার মধ্যে ৩৯০ বর্গ কিঃমিঃ কোর অঞ্চল।
Source: Millennium Post