October 28, 2017
Foreign tourists, in town for FIFA U-17 World Cup, impressed by Kolkata

The renovation work that the Salt Lake area has undergone because of the FIFA Under-17 World Cup has impressed one and all, including the foreign tourists.
Over the last few days, a lot of tourists have arrived in the city, supporting teams from their countries. In fact, not just from the World Cup-participating countries, but tourists have come from numerous other places.
The tourists have been highly impressed by the decorations put up, the brilliant landscaping and street lighting. Many tourists have said that the warmth of the people have won them over.
A few more tourists have been impressed by the street culture of Kolkata, like having roadside tea addas, something few other world-class cities can boast of.
কলকাতা দেখে মুগ্ধ বিদেশি অতিথিরা
নাম এর্মান সিলভার। এই ভদ্রলোক পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্রাজিলের সাও পালোর বাসিন্দা। ছুটি নিয়ে এসেছেন খেলা দেখতে। বয়স আন্দাজ ৩৫-৩৬ বছর। থাকছেন সল্টলেকের একটি স্টার রেটেড হোটেলে। সেখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। কিন্তু সকালের খাওয়া সারছেন হোটেলের পাশে একটি চায়ের দোকানে, ডিম দিয়ে ভাজা পাউরুটি। সঙ্গে আবার একটা অমলেট। টিফিন, কেক, টোস্ট বিস্কুট একটা আর পর পর দু গ্লাস চা।
শুনেছেন ফরাসিদের মতো রাস্তায় বসে আড্ডা দেন ক্যালকাটানরাও। কলকাতায় এসে বুঝলেন কলকাতার আদ্দার কাছে ফ্রান্স বাচ্চা। ইংরেজিটা খারাপ বলেন না। চায়ের দোকানে চুটিয়ে কাটালেন ঘণ্টা দেড়েক। যে কোনও বিদেশিকে অবধারিতভাবে যে প্রশ্নটা করা হয় সাধারনত, সেই প্রশ্নটাই করা হল, কেমন লাগছে আমাদের শহর? গতানুগতিক উত্তর না দিয়ে সিলভার বললেন, এত আলো দিয়ে সাজানো শহর বেশি দেখা যায় না। আর আপনাদের সঙ্গে মিশে মনে হচ্ছে নিজের শহরে রয়েছি। আপনারা আমাদের মতোই প্রাণবন্ত, বন্ধুবতসল।
আর্মান্দো এসেছেন তাঁর বান্ধবীকে নিয়ে। সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ যুগলকে পাকড়াও করা গেল স্টেডিয়ামের গেটের বাইরে। জার্মানি থেকে এসেছেন মার্গারিটাও। দিল্লিতে ছিলেন বেশ কিছু দিন। কলকাতায় পা রেখেছেন কালীপুজোর আগে। উদ্দেশ্য, বাংলার অন্যতম উৎসব স্বচক্ষে দেখা। তা দেখেছেন বটে মার্গারিটা। দেখে আপ্লুত এবং বিস্মিত। দেবীমূর্তির এই প্রকান্দ, ভয়াল, মায়াবী রূপ দেখে মার্গারিটার মনে হয়েছে গ্রিক রোমান দেবদেবীদের চেহারা এর কাছে ফিকে। কালীর গল্প শুনে, এতদিন ধরে পড়া মাইথোলজির গল্পগুলি ম্রিয়মাণ লাগছে।