অগাস্ট ১৩, ২০২২
আমাদের কাছে ভারত মানে একতা: মমতা বন্দ্যোপাধ্যায়

৭৫তম স্বাধীনতা দিবসের আগে টুইটার হ্যান্ডলের ‘ডিসপ্লে’ ছবি বদলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিতে ভারতের পতাকার রঙের সঙ্গে রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামীদের ছবি। রয়েছেন গাঁধীজি, ঋষি অরবিন্দ, রামমোহন রায় থেকে ভগৎ সিংহ, নেতাজি সুভাষ সহ বিখ্যাত মনীষীদের ছবি।
টুইটারে দেশপ্রেমের বার্তা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি লিখেছেন, ‘ভারত… যেখানে ভিন্নতার মাঝেও বৈচিত্র বিরাজ করে, ভারত, যেখানে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সহাবস্থান। যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষিত হয়। হ্যাঁ, এটাই আমাদের ভারত।আমরা কি এই অনন্যসুন্দর বৈচিত্রপূর্ণ দেশের গর্বিত বাসিন্দা নই? ধারণা ভিন্ন হতে পারে কিন্তু আমাদের কাছে ভারত মানে একতা। তা হলে, আমার সহ-ভারতীয়েরা, এই মহান দেশ সম্পর্কে আপনার ধারণা কী?’