Latest News

December 29, 2017

Fisheries Dept releases hatchlings of small fishes

Fisheries Dept releases hatchlings of small fishes

To save several varieties of small fish, the State Government has taken to releasing their hatchlings across Bengal. One quintal of hatchlings was released by the Fisheries Minister at Sindrani in Bagda block in North 24 Parganas district, in the presence of almost 3,000 fishermen in November.

Among the varieties in danger are morola, kholse, tangra, pnuti, folui, koi, singi, magur, lyatha, chang, etc.

These fishes grow naturally in water bodies like streams and lakes. But over-fishing in places is leading to their depletion. Hence, the department has also started programmes to educate fishermen to not to over-fish and to not to fish during two months of the rainy season to give the time for the fishes to grow.

 

লুপ্তপ্রায় ছোট মাছ বাঁচাতে উদ্যোগী রাজ্য মৎস্য দপ্তর

লুপ্তপ্রায় দেশী ছোট মাছ বাঁচাতে রাজ্যজুড়ে বিভিন্ন জলাশয়ে এলাকাভিত্তিক দেশী মাছের চারা ছাড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য মৎস্য দপ্তর। এরই অঙ্গ হিসেবে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানী এলাকায় প্রায় ১ কুইন্টাল দেশী মাছের চারা ছাড়া হল। এরপর বাকি ৩২ টি সমবায় সমিতির জলাশয়ে ৪৮ হাজার দেশী মাছের চারা ছাড়া হবে।

মৌরলা, খলসে, ট্যাংরা, পুঁটি, ফলুই, কই, শিঙি, মাগুর, ল্যাঠা, চ্যাং ইত্যাদির মত অঞ্চলভিত্তিক দেশী মাছ (স্থানীয়ভাবে যেগুলো রাণী মাছ হিসেবে পরিচিত) প্রায় হারিয়ে যেতে বসেছে। এই মাছ আলাদা করে চাষ করা যায় না, প্রাকৃতিকভাবে জলাশয়গুলিতে বেড়ে ওঠে।

এলাকাভিত্তিক এই মাছগুলির উৎপাদন বাড়াতে রাজ্যের প্রতি জেলার খাল বিল ও চুনোপুঁটি মেলার আয়োজনের মাধ্যমে এইসব মাছের চারা জলাশয়গুলিতে ছাড়া হচ্ছে। ছোট ইলিশ ধরার ক্ষেত্রে আইন করে বিধিনিষেধ আরোপ করে যেভাবে কিছুটা ফল পাওয়া গেছে, এক্ষেত্রেও আগামীদিনে ফল পাওয়া যাবে বলে মৎস্য দপ্তর আশাবাদী।

Source: Aajkal

Image is representative