সেপ্টেম্বর ৩০, ২০১৯
ক্ষুদ্র-মাঝারি শিল্পে ফায়ার লাইসেন্স ফি কমাল রাজ্য

ফায়ার লাইসেন্স ফি সব ক্ষেত্রেই ৯২ শতাংশ কমাল রাজ্য সরকার। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অর্থ ও শিল্পমন্ত্রী ডাঃ অমিত মিত্র।প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অগ্নিনির্বাপণের জন্য নির্দিষ্ট ফি কমানোর দাবী জানিয়েছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীরা। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন। সেই কথা রাখলেন। রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।”
২০১৭ সালের ফি-র তুলনায় অনেকটাই কমানো হয়েছে নতুন ফি। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দেওয়া হল। ১৪.৫ মিটারের বেশী দীর্ঘ আবাস, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মতলা, গ্রন্থাগার, মিউজিয়াম, আর্ট গ্যালারির ক্ষেত্রে আগে প্রতি বর্গমিটারে হার ছিল ৫৩.৮ টাকা। নতুন হার প্রতি বর্গ মিটারে মাত্র ৪.৩৫ টাকা।
পাঁচ হাজার বর্গফুটের হাসপাতাল, নার্সিংহোম, রিসর্ট, গেস্ট হাউসে আগে হার ছিল প্রতি বর্গমিটারে ৮০.৭ টাকা। নতুন হার হল, প্রতি বর্গমিটারে ৬.৫২ টাকা।
এয়ারপোর্ট, টার্মিনাল, শপিং কমপ্লেজ, অফিস ও বাজারে আগে হার ছিল ১০৭.৬০ টাকা। নতুন হার বর্গমিটারে ৮.৭ টাকা। এছাড়াও উৎপাদনমূলক শিল্প, গুদামে ১৬১.৪০ টাকার জায়গায় নয়া ফি প্রতি বর্গমিটারে ১৩.০৫ টাকা। অর্থমন্ত্রী এই ফি কমানোর পাশাপাশি অবশ্য বলেছেন,“নিয়ম না মানলে আইন অনুযায়ী যা শাস্তি হওয়ার হবে।