সাম্প্রতিক খবর

নভেম্বর ১৫, ২০১৯

রাজ্যের উদ্যোগে মাত্র তিরিশ টাকায় সিনেমা

রাজ্যের উদ্যোগে মাত্র তিরিশ টাকায় সিনেমা

রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় আত্মপ্রকাশ করছে নতুন একটি সিনেমা হল। সম্প্রতি যেখানে মাল্টিপ্লেক্সগুলিতে সাধারণভাবে ২০০ টাকার কমে টিকিট মেলে না, সেখানে নতুন এই প্রেক্ষাগৃহে সিনেমা দেখা যাবে মাত্র ৩০ টাকায়।

বাঙুর হাসপাতালের কাছে ‘রাধা স্টুডিও’, আমূল সংস্কার করে সেটিই ‘চলচ্চিত্র শতবর্ষ ভবন’ হিসেবে চালু করা হচ্ছে পুরোদস্তুর প্রেক্ষাগৃহ হিসেবে।

শুধু সিনেমা দেখা নয়, বাংলা চলচ্চিত্র জগতের সুবিধার জন্য এটি ‘প্রিভিউ থিয়েটার’ হিসেবেও কাজে লাগানো হবে। সকাল দশটা থেকে দুপুর ২টো পর্যন্ত এখানে প্রিভিউয়ের কাজ হবে। দুপুর ২টো থেকে তিন দফায় সর্বসাধারণের জন্য সিনেমা দেখার সুযোগ।

সর্বসাধারণের নাগালেই থাকছে টিকিটের দাম। ৩০ টাকা আর ৫০ টাকা। শো টাইম থাকছে তিনটে। সারা বিশ্বজুড়েই আড়াইশো-তিনশো আসনের বড় প্রেক্ষাগৃহের বদলে ছোট হলগুলি বেশি গুরুত্ব পাচ্ছে। তাই ১৫৭ আসনের নতুন হলটি চালু করা হচ্ছে সর্বসাধারণের জন্য।

এখানে তিনটি ফরম্যাটে সিনেমা প্রদর্শনের সুবিধা রয়েছে। ‘হালে সর্বত্র ডিসিপি বা ‘ডিজিটাল সিনেমা প্যাকেজ’ মাধ্যমে ছবি দেখানো হয়। সেটা তো থাকছেই। সেই সঙ্গে এবারের চলচ্চিত্র উৎসবের জন্য এই প্রেক্ষাগৃহে বসানো হয়েছে সাবেক ৩৫ মিলিমিটার প্রোজেক্টর। ফলে যে সব ক্লাসিক ছবি এখনও রেস্টোর করা হয়নি, রয়ে গিয়েছে সেলুলয়েডে, সেগুলোও এখানে দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি, ডিভিডি থেকেও এখানে বড় পর্দায় ছবি দেখানো যাবে। ফলে ফিল্ম গবেষক কিংবা চলচ্চিত্র ছাত্রদের বিশেষ সুবিধা হবে এই হলটি চালু হয়ে গেলে।’