Latest News

May 3, 2017

Few leaders from outside who do not know the culture of Bengal are trying to foment violence: Mamata Banerjee

Few leaders from outside who do not know the culture of Bengal are trying to foment violence: Mamata Banerjee

In an indirect dig at the BJP, Bengal Chief Minister Mamata Banerjee today said that a few leaders from outside the State – who do not know Bangla or the Bengali culture – are trying to spread violence in the State. She also said that development cannot be achieved by making tall speeches alone or through riots.

“Some people worship Shiv, some worship Durga, some worship Kali, some worship Ganesh, some worship Chamunda while some worship Chhinnamasta. Just like we chant Durga Stotras during Pujo, we also participate in Eid or Christmas,” she said.

Calling them a shame on Hinduism she wondered where they were when the Vedas were being written or when Ram was born. “We keep our Gods on pedestals and worship them. We do not do armed rallies to intimidate people. Hinduism teaches tolerance. Religion teaches us to love everyone. Religion means peace,” she said.

Citing the instance where a popular actress had to issue clarification on Twitter about the kind of meat she ate, the CM said why does anyone have to give an explanation about what they eat. She said there was an atmosphere of fear in the country.

“BJP’r koley CPI(M) doley (BJP and CPM are hand in hand),” the Chief Minister said. She slammed the CPI(M) for leaving behind a huge debt burden and the Centre for holding back funds for the State. “Why has the Centre stopped funds for BRGF and police modernisation? These Delhi leaders keep saying nothing is happening in Bengal. What is Gujarat’s track record? What are the figures of malnutrition?” the CM asked.

She also took a dig at the BJP for starting Aadhaar for cows even when 100% humans have not been enrolled for the same.

 

বাইরে থেকে কিছু নেতা বাংলায় উড়ে এসে জুড়ে বসে দাঙ্গা বাধাতে চাইছে: মমতা বন্দ্যোপাধ্যায়

নাম না করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে একটি জনসভায় তিনি বলেন, বাইরে থেকে কিছু লোক উড়ে এসে জুড়ে বসেছে। ওরা না জানে বাংলা, না জানে বাংলার সংস্কৃতি। শুধু দাঙ্গা করতে জানে।

তিনি আরও বলেন, উন্নয়ন একদিনে হয় না, শুধু ভাষণ দিয়ে উন্নয়ন হয় না। দাঙ্গা আর হিংসা করে উন্নয়ন হয় না।

“কেউ দুর্গার পুজো করে, কেউ শিবের পুজো করে, কেউ কালীর পুজো করে, কেউ গণেশের পুজো করে, ঠিক যেমন, আমরা দুর্গা পুজোও করি, ঈদও পালন করি, বড়দিনে চার্চেও যাই” তিনি বলেন।

ওদের হিন্দু ধর্মের কলঙ্ক বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যখন বেদ লেখা হয়েছিল, যখন রাম জন্মগ্রহণ করেছিলেন তখন ওরা কোথায় ছিলেন? আমরা ভগবানকে আসনে বসিয়ে পুজো করি, রাস্তায় অস্ত্র মিছিল করি না। হিন্দুধর্ম আমাদের সহিষ্ণুতা শেখায়। ধর্ম আমাদের সকলকে ভালবাসতে শেখায়। ধর্ম মানে শান্তি।”

এক সাম্প্রতিক একটি ঘটনার কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একজন জনপ্রিয় অভিনেত্রীকে টুইটারে ব্যাখ্যা দিতে হয়েছে যে সে মোষের মাংস খেয়েছে, গরুর নয়। তাকে কেন কৈফিয়ত দিতে হবে সে কি খেয়েছে? সারা দেশে ভয়ের পরিবেশ তৈরী হয়েছে।”

দিদি বলেন, “বিজেপির কোলে সিপিএম দোলে। আমরা বাম আমলের ঋণের বোঝা বহন করছি। আমাদের সব টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র। রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে।” তিনি আরও বলেন, “BRGF এবং police modernisation এর টাকা কেন বন্ধ করে দিয়েছে কেন্দ্র। দিল্লির নেতারা এসে বলছে বাংলায় কোন কাজ হয়নি। গুজরাটে কি কাজ হয়েছে? বাংলায় অপুষ্টির হার গুজরাটের থেকে কম। অপুষ্টিতে গুজরাট ৯ আর বাংলা ৬।”

আবারও তিনি বিজেপি’কে ব্যাঙ্গ করে বলেন, “এখনও সব মানুষেরই আধার কার্ড নেই আর ওরা গরুর জন্য আধার কার্ড চালু করছে।”