Latest News

March 6, 2018

Fashionable clothes from fine cotton gamchha strings

Fashionable clothes from fine cotton gamchha strings

Get ready now for a new type of designer wear. Clothes stitched from the fine cotton strings that the famous gamchha (handmade towels) is made of are being proposed. The Bengal Government is attempting to widen the use of the colourful gamchha that will keep pace with modern trends.

Not just clothes, but even applying the material for interior decoration is being thought about, according to the proposal, which also includes making dusters and mittens from the coarser variety of the strings. “Our aim is to try to utilise the various colours and designs of the gamchha and apply them to the needs of modern day life and trends,” said the State minister with independent charge of clothing and textiles.

Thanks to modern designs and their application, as well as marketing strategy, the demand for handloom saris of the State-run Tantuja and Manjusha has increased in recent years. A variety of handwoven saris made by weavers in Fulia, Shantipur and other similar places are now available online as well. The proposes fabrics made from gamchha strings can be marketed utilising the infrastructure and reach of Biswa Bangla and Tantuja and Manjusha.

The minister pointed out that the gamchhas of Nadia, Bankura, Bardhhaman and Murshidabad were quite famous. A survey is being conducted among the weavers from these places to identify the villages as well as find out the training and other requirements of the weavers for the new proposal as well as evaluate the viability of special gamchha markets ayt important locations.

It has recently been noticed that the younger generations were picking up the use of bags and clothes with a variety of colours and designs made from gamchha fabrics. Several fashion designing institutions had also started experimenting with clothes and apparel made from this handwoven material. Textile Department officials are considering consulting with experts from these institutions to further the cause of the proposal. A committee will also be formed soon for the development of the gamchha industry.

 

মিহি সুতির গামছায় এ বার বাহারি পোশাক

বাংলার মিহি সুতোর রঙিন গামছা দিয়ে এ বার রীতিমতো ডিজাইনার পোশাক তৈরির পরিকল্পনা হচ্ছে। চানঘরে হাত, পা, গা মোছার সীমিত পরিসর থেকে ব্যবহারের পরিধি বাড়িয়ে গামছার কৌলীন্য বদল ঘটাতে চাইছে রাজ্য সরকার। সরকারি পরিকল্পনা অনুযায়ী তাকে বাহারি পরিচ্ছদ এবং ঘরের অন্দরসজ্জার উপকরণ করে তোলার বন্দোবস্ত হচ্ছে।সেই সঙ্গে কড়াই, গামলা, হাতা-খুন্তি মোছা বা ধরার জন্য গামছার ঠাঁই হচ্ছে হেঁশেলেও।

‘‘আধুনিক জীবনের সঙ্গে তাল মিলিয়ে গামছাকে নানা রঙে, বাহারি নকশায় বাজারে নিয়ে আসাটাই আমাদের লক্ষ্য। যাতে মানুষ ঘরে-বাইরে সর্বত্র গামছা ব্যবহার করতে কোনও সঙ্কোচ না-করে,’’ বলেন রাজ্যের বস্ত্র দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।

আধুনিক নকশা এবং বিপণনের কৌশলে বাংলার তন্তুজ ও মঞ্জুষার তাঁতের শাড়ির বাজার গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। ফুলিয়া, শান্তিপুরি-সহ বাংলার তন্তুজীবীদের বোনা বিভিন্ন ধরনের শাড়ি এখন অনলাইনেও কেনা যায়। বিশ্ব বাংলা-সহ তন্তুজ, মঞ্জুষার বিপণন কেন্দ্রগুলিকে ব্যবহার করে বাংলার গামছাকে অনেকটা সেই আদলেই দেশ-বিদেশের বাঙালির রোজকার জীবনের অপরিহার্য অঙ্গ করে তোলার পরিকল্পনা করছে সরকার।

মন্ত্রী জানান, নদীয়া, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদের গামছা বেশ বিখ্যাত। যাঁরা গামছা বোনেন, তাঁদের উপরে একটি সমীক্ষার কাজ চলছে। গ্রামগুলিকে চিহ্নিত করার পাশাপাশি তন্তুজীবীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা ও গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় গামছা-হাট তৈরির পরিকল্পনাও আছে সরকারের।

তরুণ প্রজন্মের একাংশের মধ্যে ইদানীং গামছার তৈরি ব্যাগ ও ঝোলা ব্যবহার, বাহারি নকশার পোশাক পরার একটা ঝোঁক লক্ষ করা যাচ্ছে। বাংলাদেশের ডিজাইনারের গামছার তৈরি পোশাক তো অনেক দিন আগেই জনপ্রিয় হয়েছে। অনেক ফ্যাশন ডিজাইনিং শিক্ষা প্রতিষ্ঠানেও এখন গামছা-কাপড়কে নিয়ে নানা ধরনের পরীক্ষামূলক কাজ হচ্ছে। বস্ত্র দফতরের অধিকর্তারা ঠিক করেছেন, অভিজ্ঞ ডিজাইনার থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে পরামর্শ চাওয়া হবে। গামছা শিল্পের সার্বিক উন্নয়নে শীঘ্রই একটি কমিটিও গড়া হচ্ছে বলে জানান তাঁরা।