November 10, 2015
Exclusive: Mamata Banerjee’s latest poem ‘Intolerance’
West Bengal Chief Minister and Trinamool Chairperson Mamata Banerjee is a popular writer and a poet. She started writing in 1995 and has written 53 books so far. In2015, seven of her books were published at the Kolkata International Book Fair.
Her books feature on the bestseller list for years. The West Bengal Chief Minister, in spite of her hectic schedule, manages to find time to pen poetry or paint pictures.
Here is her latest poem on ‘Intolerance’:
অসহিষ্ণু
মমতা বন্দ্যোপাধ্যায়
ভাবনায় কেন এত খরা?
কেনই বা চিন্তা এত দীর্ণ?
কোথায় বিবেক? রুদ্ধ ফানুস।
আবেগ কেন এত জীর্ণ?
বিভেদের কঙ্কালীতলায় শুয়ে কেন এত বিভোর?
তবে কি দর্শনে অশনিসঙ্কেত, সঙ্কীর্ণতা জীবনভর?
কেন মুখে এত লাগামহীন কথা? কেনই বা এত ক্ষমতার দম্ভ?
অহংকারের স্বর্ণমিনারে অসহিষ্ণুতাই স্তম্ভ।
ঔদ্ধত্যের তো কুলকিনারা নেই, না আছে ভাবনার শক্তি।
ক্ষমতার সূর্যোদয়ে বাড়ে অক্ষমতা, রন্ধ্রে রন্ধ্রে বিনাশ-ভক্তি।
হঠাৎ গজিয়ে ওঠা অন্ধকারাচ্ছন্ন তালগাছ এক পায়ে দাঁড়িয়ে।
বড় অহং ঝরে পড়বে, হবে লাশ।
সহনশীলতার গগনে দুর্ভিক্ষের মহামারী।
মগজে শুধু মরুভূমি আর মরুবৃক্ষের হুড়োহুড়ি।
চাপিয়ে দেওয়া ও চাপ দেওয়ায় লঙ্কাকাণ্ডের যাতনা।
আসলে সব লবডঙ্কা নেই কোন সীমানা।
দেবতারাও নাকি তাদের মেম্বার, তাদের উপরেও এদের অধিকার।
গ্রাসাচ্ছাদন কীভাবে করছে কারা, সেতাও নাকি ঠিক করে দেবে এরা।
সহিষ্ণুতা আজ বড় অসহায়।
অসহিষ্ণুতায় ভরেছে ধরা।
কে কার বিচার করবে?
সহিষ্ণু হও ধরা।