সাম্প্রতিক খবর

অক্টোবর ১৩, ২০১৯

বাংলার প্রাথমিক লক্ষ্য – মহিলাদের ক্ষমতায়ন

বাংলার প্রাথমিক লক্ষ্য – মহিলাদের ক্ষমতায়ন

গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন গত আট বছরে বাংলার রাজ্য সরকারের অন্যতম পাখির চোখ। তাঁদের আর্থিক ভাবে স্বনির্ভর করতে তাঁদের স্বনির্ভর গোষ্ঠী খুলতে উৎসাহিত করা হচ্ছে।

সামাজিক ও আর্থিকভাবে মহিলাদের ক্ষমতায়নের জন্য ৭০ লক্ষ মহিলাকে সংযুক্ত করে সাড়ে ৫ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরী করা হয়েছে। তাদের আর্থিক সহায়তার জন্য ৬৭৪.৪১ কোটি টাকা দেওয়া হতো ২০১২-১৩ সালে যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ৮২০০ কোটি টাকা।

পশ্চিমবঙ্গ স্বনির্ভর সহায়ক প্রকল্পের অধীনে রাজ্যের ৩৭০১৩৭টি স্বনির্ভর গোষ্ঠীকে ১৫৭.৯১ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে সুদের ওপর।

২০১৭ সালে রাজ্য সরকার একটি বিশেষ প্রকল্প শুরু করে হাঁস ও মুর্গী পালনের জন্য। বিভিন্ন পরিবার ও মহিলাদের হার, মুর্গী, ছাগল ও শুকরের ছানা প্রদান করা হচ্ছিল বড় করে বিক্রী করার জন্য।

স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সাহায্যে বাংলা সমবায় ক্ষেত্রে দেশের প্রথম স্থানে। ২০১৮-১৯ সালে রাজ্য সরকার ৯৭ হাজার স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ প্রদান করেছে এবং দেশের দ্বিতীয় স্থানে যে রাজ্য আছে তার সঙ্গে এই সংখ্যার তফাৎ বিপুল। বর্তমানে সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ২.২ লক্ষ।