September 21, 2017
‘Ekushe Annapurna’ now to be available in the districts too

The State Government is now extending the popular ‘Ekushe Annapurna’ scheme of food servings to the districts. They are available from the Annapurna mobile outlets run by the Bengal Government agency, Benfish, and come at just Rs 21 – hence the name. They are available from 12 pm to 3 pm.
‘Ekushe Annapurna’ is the brainchild of Chief Minister Mamata Banerjee. Each plate consists of a 50 gram (g) piece of fish, 100 gms rice, 75 g masoor dal and 50 g vegetables.
Now the government has decided to extend the availability of these delicious and popular servings to the districts. Twenty-one mobile vans are run in Kolkata. Now the government would run 29 more vans, in different district towns.
Besides the price, the close scrutiny on the quality of the foods is also a reason for the huge success.
জনপ্রিয় একুশে অন্নপূর্ণা এবার জেলায় জেলায়
মাত্র একুশ টাকা৷ তাতেই মিলছে ডাল, ভাত, তরকারি, মাছ৷ কলকাতায় ব্যপক জনপ্রিয়তা অর্জনের পর, এবার জেলায় জেলায় ছুটবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের আহার৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যা ভরসা দিয়েছে মাছে-ভাতে বাঙালিকে৷
কী থাকে অন্নপূর্ণার থালায়? মৎস্য দপ্তরের উদ্যোগে একুশ টাকায় এখানে পাওয়া যায় ৫০ গ্রাম ওজনের একটি মাছ, ১০০ গ্রাম ভাত, ৭৫ গ্রাম মুসুর ডাল ও ৫০ গ্রাম সবজি৷ ডালহৌসি, ধর্মতলা, গড়িয়া সহ শহরের একাধিক জায়গায় ঘোরে বেনফিশের এই ‘অন্নপূর্ণা’ গাড়ি৷ দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এই গাড়ির সামনে দাঁড়ালেই মেলে খাবার৷