সাম্প্রতিক খবর

অক্টোবর ১৩, ২০১৯

বাংলার অর্থনীতি এগিয়ে চলেছে

বাংলার অর্থনীতি এগিয়ে চলেছে

বাংলার অর্থনীতি বেড়ে চলেছে। গত আট বছরে রাজ্যের জিডিপি দ্বিগুণের বেশী বেড়েছে। রাজ্যের আয় বেড়েছে বহুগুণ, জিডিপির বৃদ্ধি দেশের সেরা।

কোজাগরী লক্ষ্মী পুজোর পুণ্য লগ্নে দেখে নেওয়া যাক বিভিন্ন ক্ষেত্রে বাংলার অর্থনৈতিক উন্নতিঃ

২০১৮-১৯ সালে বাংলার জিডিপি বৃদ্ধির হার ছিল ১২.৫৮ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

২০১১ সালের মে মাসে রাজ্যের জিডিপি ছিল ৪.৭৪ লক্ষ কোটি টাকা যা ২০১৮-১৯ সালে বেড়ে হয়েছে ১১.৫৫ লক্ষ কোটি টাকা।

২০১৭-১৮ সালে যেখানে দেশের গড় শিল্প বৃদ্ধির হার ছিল ৫.৫৪ শতাংশ, সেখানে রাজ্যের শিল্প বৃদ্ধির হার ছিল ১৬.২৯ শতাংশ, যা প্রায় তিন গুণ।

রাজ্যের নিজস্ব কর আদায় ২০১০-১১ সালে ছিল ২১১২৮ কোটি টাকা যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ৫৭৭০০ কোটি টাকা, যা আড়াই গুণেরও বেশী।

২০১১ সাল থেকে রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও সামাজিক সম্পদ বৃদ্ধির জন্য পরিকল্পিত ব্যয় করা হয়েছে ৩.৪৫ লক্ষ কোটি টাকা এবং মূলধনী ব্যয় বাবদ ৯২ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে।

এমনকি খাদ্যশস্য উৎপাদনও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এর ফলে বেড়েছে কৃষকদের আয়ঃ

খাদ্য শস্য উৎপাদন যা ২০১০-১১ সালে হত ১৪৮.১ লক্ষ মেট্রিক টন যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ১৮২.৯২ লক্ষ মেট্রিক টন।

গুদামজাত করার ক্ষমতা ২০১১ সালে ছিল ৬৩ হাজার মেটিক টন যা ২০১৭-১৮ সালে বেড়ে হয় ৯.১৬ লক্ষ মেট্রিক টন।

যেখানে দেশের অন্যান্য রাজ্যে কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, সেখানে বাংলার কৃষকদের বার্ষিক গড় আয় ২০১০-১১ সালে ৯১ হাজার টাকার তুলনায় ২০১৭-১৮ সালে ২.৯১ লক্ষ টাকা হয়েছে, যা তিন গুণেরও বেশী।