September 1, 2017
Eco Park decks up for the Puja season

Eco Park in New Town, the township on the outskirts of Kolkata, is getting decked up for upcoming Puja season.
Since hundreds of people visit the park every day, there is always a demand for something new. So the latest addition has been the installation of lighting decorations, starting from gate number 2. A board with a designer ‘Swagatam’ written on it in multicoloured hues of lighting welcomes the visitor. Similar boards line up the entire route to right inside the park.
These decorations are becoming a big attraction, and benefitting from them are not only Eco Park but Mother’s Wax Museum too, the reason being that one can get a wonderful bird’s-eye view of the lighted-up park from there.
Very soon, seven wonders of the world will also be unveiled at Eco Park.
পুজোয় সাজছে ইকো পার্ক
আন্তর্জাতিক স্তরে নিউটাউনের ইকো পার্ক উঠে আসার পর থেকেই এই পার্ককে ঘিরে মানুষের উৎকণ্ঠার শেষ নেই। প্রতিদিনই এই পার্কে মানুষের যে পরিমাণ ঢল নামে তাতে তাদের চাহিদাতে নতুন কিছু পাওয়ার আশা বাড়তে থাকে নিত্যদিন।
আর মাত্র কয়েকদিন বাকি বাঙালির বৃহৎ উৎসব দুর্গাপুজোর। ইকো পার্ককে ভ্রমণার্থীদের সামনে সাজিয়ে তুলে এক আন্তর্জাতিক মর্যাদায় তুলে ধরতে বদ্ধপরিকর হিডকো। আর তার জন্যই এবার এই পার্ককে এক স্বপ্নালোকের আলোর আভায় সাজিয়ে তোলা হয়েছে। যেখানে ইকো পার্কের ২ নম্বর গেটের প্রবেশপথেই দেখা যাচ্ছে উজ্জ্বল কিন্তু রঙিন আলোর ছটায় ‘স্বাগতম’ লেখাটিকে।
আর তারপর পার্কের ভিতরের অংশে যতই প্রবেশ করা হবে তার সঙ্গেই এই আলোর রঙিন লেখা দেখার সুযোগ ততই বাড়বে। এই আলোর খেলা দেখতে বর্তমানে এই পার্কে সন্ধ্যার পর থেকে মানুষের ঢল বাড়তে দেখা যাচ্ছে। তার সঙ্গেই ভিড় বাড়ছে মাদার্স ওয়াক্স মিউজিয়ামেও। সেখান থেকেই সন্ধ্যার পর এই ইকো পার্কের রঙের খেলা দেখে যেন মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে ভ্রমণার্থীরা।
Source: Khabar 365 Din