Latest News

March 28, 2016

Do not take our courtesy as our weakness: Abhishek Banerjee in Paschim Medinipur

Do not take our courtesy as our weakness: Abhishek Banerjee in Paschim Medinipur

On Sunday, Trinamool Congress MP Abhishek Banerjee addressed three rallies in Paschim Medinipur district, part of the campaign for the 2016 Assembly elections.

All three places – Garbeta, Salboni and Keshpur – witnessed big turnouts. In Keshpur, once infamous for Left terror, Abhishek Banerjee said that Trinamool respects the people’s opinion and would work on the path shown by them. He said that people would express their opinions through the ballot box, in a democratic manner.

During his speeches, he also said that it was Mamata Banerjee who had brought peace to the Jangalmahal region. He stressed the fact that the Left Front could not do even 10% of the work that the Trinamool Congress under Mamata Banerjee has accomplished during the past four-and-a-half years.

 

আমাদের সহনশীলতাকে আমাদের দুর্বলতা মনে করা উচিত নয়: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় তিনটি জনসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গড়বেতা, শালবনি ও কেশপুরে এদিন জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাল সন্ত্রাসের জন্য একসময় কুখ্যাত কেশপুরে দাঁড়িয়ে তিনি বলেন, তৃণমূল সব সময় সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সেই পথকেই অনুসরণ করে। তিনি আরও বলেন, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটবাক্সে তাদের জবাব দেবেন।

এদিন তিনি বলেন, জঙ্গলমহলে যিনি শান্তি ফিরিয়ে এনেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। গত সাড়ে ৪ বছরে তৃণমূল যে কাজ করেছে বামফ্রন্ট তাদের ৩৪ বছরের শাসনকালে তার ১০ শতাংশ কাজও করতে পারেনি।