সাম্প্রতিক খবর

অগাস্ট ৮, ২০১৯

মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা সভাপতিরাও পাবে প্রশাসনিক প্রশিক্ষণ

মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা সভাপতিরাও পাবে প্রশাসনিক প্রশিক্ষণ

মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জেলা সভাপতিদেরও প্রশাসনিক প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। আগস্ট মাসের ৬ থেকে ৮ তারিখ নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই কর্মশালায় জেলা পরিষদ ও পঞ্চায়েত সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পঞ্চায়েত মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন দপ্তরের বিভাগীয় সচিবরা এই প্রশিক্ষণ দেবেন।’

পঞ্চায়েত ভোটের পরেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রায় ৫০ হাজার নির্বাচিত প্রতিনিধিকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিনিধিদের ই-গভর্ন্যান্স ও স্বাস্থ্য, শিক্ষা, পূর্ত, পঞ্চায়েত পরিচালনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কল্যাণীর প্রশাসনিক ভবনে।

ইতিমধ্যেই নির্বাচিত প্রতিনিধিরা কাজও শুরু করেছেন। কিন্তু, জেলা পরিষদের সভাধিপতি বা, সহ-সভাধিপতিদের সেই অর্থে আলাদা কোনও প্রশিক্ষণ দেওয়া হয়না বললেই চলে। পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গেই তাঁদের প্রশিক্ষণ দেওয়া হত।

কিন্তু, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় একটি জেলার গ্রামসভা থেকে জেলা পরিষদ পর্যন্ত যাবতীয় গুরুত্বপূর্ণ ও বড় কাজের জন্য দায়িত্ব পড়ে সভাধিপতির ওপর। তাঁর অনুপস্থিতিতে সেই দায়িত্ব পড়ে সহ- সভাধিপতির ওপর।

সৌজন্যেঃ প্রতিদিন