Latest News

December 29, 2017

Distorting historical facts is a crime: Mamata Banerjee at Indian History Congress

Distorting historical facts is a crime: Mamata Banerjee at Indian History Congress

Bengal Chief Minister Mamata Banerjee today attended the Indian History Congress being held at Kolkata. Speaking on the occasion she asserted the importance of taking lessons from history for a better future.

The CM also slammed the current trends of distorting and rewriting history by certain sections. She called it a crime. She expressed dismay at the attempts to portray Godse as a patriot while questioning the patriotism of Mahatma Gandhi.

Mamata Banerjee also announced the formation of West Bengal State Records Commission, on the lines of Indian History Records Commission.

Highlights of her speech:

  • The Indian History Congress is a remarkable platform for exchanging ideas.
  • We must never forget our history. History is our guiding light for the future. If we are aware of our past, we can work for the betterment of our future.
  • History is truth. Reality and truth are the inspirations for history. Truth cannot be misguided. Once history is recorded after research, it should not be distorted.
  • History is nothing but examples of good practice that we must follow and bad practice that we must avoid.
  • I am aware that many historians are unhappy about the current situation prevailing in the country. I may or may not be in power, but I must abide by my Constitutional obligations.
  • There is a growing tendency to rewrite history. What will researchers do? What are historians there for?
  • Distorting historical facts is a big crime. Sometimes there is a calculated motive. Some sections are raising questions about the patriotism of Mahatma Gandhi and calling Godse a patriot.
  • Bengal has a rich heritage. Every aspect of our national, social and political history was born in Bengal. Our history cannot be completed without Bengal’s contribution – from social reforms to freedom movement.
  • From Rabindranath to Raja Rammohan Roy to Ishwar Chandra Vidyasagar – so many icons were born in Bengal. Several renowned historians were also born in Bengal.
  • Our main strengths are unity in diversity, our federal structure and the multi-party democracy.
  • A certain political party has started rewriting the history of India. Historians must speak the truth. Distorting history for political vendetta is endangering the future of the country.
  • I feel ashamed when I see my country bleeding due to caste war or religious strife.

 

ইতিহাস বিকৃত করা একটি অপরাধ, ইতিহাস কংগ্রেসে মন্তব্য মুখ্যমন্ত্রীর

কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় ইতিহাস কংগ্রেসে আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়ার কথা বলেন তিনি।

এক শ্রেণীর মানুষ যেভাবে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। ইতিহাস বিকৃত করার প্রবণতাকে অপরাধ আখ্যা দেন তিনি। কিছু মানুষ যে ভাবে গান্ধীজীর দেশপ্রেম নিয়ে সন্দেহ করে গডসেকে দেশপ্রেমীর আখ্যা দিচ্ছে, সে বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এর পাশাপাশি, ইন্ডিয়ান হিস্ট্রি রেকর্ড কমিশনের আদলে তিনি ওয়েস্ট বেঙ্গল রেকর্ডস কমিশন গঠনের কথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

  • ভারতীয় ইতিহাস কংগ্রেস ঐতিহ্যময়। চিন্তা ভাবনা আদানপ্রদানের জন্য এক অসাধারন মঞ্চ।
  • আমাদের নিজেদের ইতিহাস ভোলা উচিত না, ইতিহাস আমাদের ভবিষ্যতের পাথেয়। আমরা যদি নিজেদের ইতিহাস জানি, তবেই আমরা উন্নত ভবিষ্যৎ তৈরী করতে পারব।
  • ইতিহাসই একমাত্র সত্যি। সত্য এবং বাস্তবই ইতিহাসের প্রেরণা। সত্যকে বিকৃত করা উচিত না। গবেষণা করে যে ইতিহাস নথিভুক্ত হয়, তাকে বিকৃত করা ঠিক না।
  • ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেটা ভালো সেটা গ্রহণ করুন, খারাপতাকে বর্জন করুন।
  • আমি জানি বেশিরভাগ ইতিহাসবিদরাই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমি ক্ষমতায় থাকি বা না থাকি, আমার কর্তব্য সংবিধানকে সম্মান করা।
  • ইতিহাসকে নতুন করে লেখার এক প্রবণতা দেখা যাচ্ছে। তারাই যদি ইতিহাস লিখবেন তো গবেষণার দরকার কি? ইতিহাসবিদরা কি জন্য আছেন?
  • পরিকল্পনামাফিক ভাবে ইতিহাস বিকৃত করা হচ্ছে। কিছু মানুষ গান্ধীজীর দেশপ্রেম নিয়ে সন্দেহ করে আর গডসেকে দেশপ্রেমী আখ্যা দিচ্ছে।
  • বাংলার ঐতিহ্য গৌরবময়। দেশের জাতীয়, সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের জন্ম এখানেই। সমাজ সংস্কার হোক বা স্বাধীনতা সংগ্রাম, বাংলার অবদান ছাড়া ইতিহাস অসম্পূর্ণ।
  • আমাদের প্রধান শক্তি হল, বৈচিত্রের মধ্যে একতা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও বহুদলীয় গনতন্ত্র।
  • একটি রাজনৈতিক দল ইতিহাসকে নতুন করে লেখা শুরু করেছে। ইতিহাসবিদরা চুপ করে থাকবেন না, যা সত্যি তাই বলুন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিহাস বিকৃত করলে দেশের ভবিষ্যৎ বিপন্ন হবে।
  • জাতি ও ধর্ম বিদ্বেষের কারণে যখন আমার দেশে আগুন জ্বলে, আমি লজ্জিত বোধ করি।