অক্টোবর ১৫, ২০১৯
নভেম্বর থেকে আবেদনকারীদের বাড়িতে ডিজিটাল কার্ড পাঠাবে খাদ্য দপ্তর

আবেদনকারীদের আর্থিক অবস্থা যাচাই করে নভেম্বর মাস থেকেই বাড়িতে নতুন ডিজিটাল রেশন কার্ড পাঠানোর প্রক্রিয়া শুরু করবে খাদ্য দপ্তর। গত ৯ সেপ্টেম্বর থেকে গ্রামে বিডিও অফিস ও শহরে পুরসভা এবং কর্পোরেশনের বরো অফিসগুলিতে যে ক্যাম্পগুলি চালু হয়েছে, তা ২৭ তারিখ পর্যন্ত চালানো হয়।
৩০ নভেম্বরের মধ্যে ক্যুরিয়র বা ডাক বিভাগের মাধ্যমে আবেদনকারীদের বাড়িতে কার্ড পাঠানোর কাজ শেষ করতে বলা হয়েছে। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, ডিসেম্বর মাসের মধ্যে কার্ড পাবেন আবেদনকারীরা।
আবেদন করে যাঁরা কার্ড পাবেন না, তাঁদের মোবাইলে এসএমএস, ই-মেইল, পোস্ট কার্ডের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। এবার রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে পারিবারিক আর্থিক অবস্থার উপর জোর দেওয়া হয়েছে।