March 4, 2016
Digital Dispensary: WB Govt’s latest effort to spread healthcare to all

Access to primary healthcare for people in rural areas of West Bengal got a fillip with a new initiative known as Digital Dispensary.
This telemedicine venture has been started in Mousani, a small island in the Sundarbans with around 30,000 inhabitants. It is being implemented through a partnership among the State government, the Namkhana panchayat (of which Mousani is a part) and a private company on a sustainable low-cost model.
The venture works as a video-conferencing solution with doctors. The doctors use an artificial intelligence-based diagnostic and prescriptive tool that ensures quick and safe telemedicine consultations. The local gram panchayat extended its support by providing space in its own office.
A huge challenge lies in geographical access to remote islands of the Sundarbans, and Digital Dispensary is a commendable effort by the West Bengal Government to overcome that challenge. There are plans to extend this project to many other remote areas of the State.
Ever since Chief Minister Mamata Banerjee came to power and took charge of the Health Ministry, there has been a huge improvement in the health administration of the State, in marked contrast to the 34 years of Left Front rule. From more emphasis on child care to much increase in the number of hospitals beds and medical college seats to an almost five times increase in Plan Expenditure, it has been a wholesale improvement.
স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে সরকারের নতুন উদ্যোগ ‘ডিজিটাল ডিসপেনসারি’
পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে স্বাস্থ্যপরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সরকারের নতুন উদ্যোগ ডিজিটাল ডিসপেনসারি শুরু করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।
এই টেলিমেডিসিন ব্যবস্থা শুরু হয়েছে সুন্দরবনের একটি প্রত্যন্ত দ্বীপে যার নাম ‘মৌসানি’। এই দ্বীপে প্রায় ৩০,০০০ লোকজন বাস করেন। রাজ্য সরকার এবং নামখানা পঞ্চাইয়েতের সঙ্গে একটি প্রাইভেট কমাপানির সহযোগিতায় এই ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তাররা ব্যবহার করতে পারবেন এই ব্যবস্থা। টেলিমেডিসিনের মাধ্যমে রগ নির্ণয় ও প্রেসক্রিপশন দিতে পারবেন ডাক্তাররা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত নিজের অফিসে স্থান প্রদানের মাধ্যমে এই ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন।
সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে এই ব্যবস্থা পৌঁছে দেওয়া নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ অতিক্রম করার অভিনব প্রচেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের এই ডিজিটাল ডিসপেনসারি। রাজ্যের বিভিন্ন জায়গায় এই প্রকল্প প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্য দপ্তর নিজের দায়িত্বে নিয়েছেন। এর পর থেকেই স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। শিশু চিকিৎসা থেকে শুরু করে হারপাতালের বেড সংখ্যা বৃদ্ধি, মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধি সব ক্ষেত্রেই প্রভূত উন্নতি লক্ষণীয়।