February 10, 2017
Didn’t scrap social schemes despite cash crunch and demonetisation: Mamata Banerjee

Reacting on the Bengal Budget 2017-18, Chief Minister Mamata Banerjee today said that despite financial compulsions and the effect of demonetisation, no scheme in the social sector has been scrapped.
“Bengal Govt is a humane govt. We believe in social justice. We are always with the people,” the CM said.
She slammed the Left Front Government for the huge legacy of debt that the present government has inherited. She said: When Left Front was in power why did they not start Kanyashree, Sabuj Sathi, Khadya Sathi? Left Front did not follow fiscal discipline. There was no FRBM. We are paying debts that they incurred in 2006.”
“She added, “CPI(M) destroyed the economy of Bengal. Centre did not take any step to avoid govt from falling. Despite paying so much debt instalments we are carrying out massive developmental projects.”
The Bengal government said neither the UPA nor the current government at the Centre gave any debt moratorium to Bengal.
We have restructured govt departments. The number of departments is down to 52 from 63. PSUs have been merged and restructured. No one lost jobs. No of PSUs is down to 44 from 90,” she added.
She also targeted the BJP over demonetisation. She said that the Centre has reduced funding to the States. She maintained that Centre must trust State governments.
নোটবাতিল ও আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও আমরা কোন প্রকল্প বাতিল করিনিঃ মমতা বন্দ্যোপাধ্যায়
২০১৭-১৮ বাজেটকে বেস্ট বাজেট আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, নোট বাতিল এবং আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও আমারা আমাদের কোন সামাজিক প্রকল্প বাতিল করিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার সরকার মানবিক সরকার। আমরা সামাজিক ন্যায়ে বিশ্বাসী। আমরা মানুষের সঙ্গে আছি”।
বাম সরকারের করে যাওয়া ঋণের বোঝারতীব্র সমালোচনা করে তিনি বলেন, সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন তারা কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী প্রকল্প কেন শুরু করেনি? ওরা FRBM ব্যবস্থার অনুসরণ করেনি। ২০০৬ সালে করা দেনা আমরা এখনও শোধ করে চলেছি”।
তিনি আরও বলেন, “সিপিএম বাংলার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, কেন্দ্র তখন কোনরকম পদক্ষেপ নেয়নি। বাম সরকারের করে যাওয়া পাপের বোঝা আমরা বহন করছি। এত ঋণের বোঝা থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ বন্ধ হয়নি। না কংগ্রেস না বর্তমান কেন্দ্রীয় সরকার কেউই বাংলার সরকারকে debt moratorium দেয়নি।”
মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সরকারি দপ্তরগুলি পুনর্গঠন করেছি। সরকারি দপ্তরের সংখ্যা ৬৩ থেকে কমে ৫২ হয়েছে। নিগমগুলির আমরা সংযুক্তিকরণ করছি, কেউ কর্মহীন হয়নি। নিগমের সংখ্যা ৯০ থেকে কমে ৪৪ হয়েছে”।
নোট বাতিল নিয়ে তিনি আবারও বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের উচিত রাজ্যগুলির ওপর আস্থা রাখা”।