সাম্প্রতিক খবর

অগাস্ট ২, ২০১৯

‘দিদিকে বলো’তে অভূতপূর্ব সাড়া

‘দিদিকে বলো’তে অভূতপূর্ব সাড়া

 

‘দিদিকে বলো’—তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব উদ্যোগ প্রথমদিনেই অভূতপূর্ব সাড়া ফেলল গোটা রাজ্যে। এক ফোনেই দিদি, আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগ শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এক লক্ষেরও বেশী সাধারণ মানুষ ফোন করে পৌঁছতে চেয়েছেন জননেত্রীর কাছে। শুধু টোল ফ্রি নম্বরেই নয়, www.didikebolo.com ওয়েবসাইটে ২৪ ঘণ্টায় লগ-ইন করে রেজিস্ট্রেশন করেছেন ৫০ হাজারেরও বেশী মানুষ। ওয়েবসাইটের কমপ্লেন বক্সে তাঁরা জানিয়েছেন নিজেদের সমস্যার কথা ও নানা মতামত।

সাধারণের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর যোগসূত্র আরও শক্তপোক্ত করতে এই প্রচেষ্টা। বেসরকারি যে সংস্থা এই উদ্যোগ নিয়েছেন, সেই সংস্থার মিডিয়া সেলের প্রধান বলেন, কল্পনা করা যায়নি, প্রথমদিনেই এত সাড়া মিলবে। আমাদের ২৫০’র বেশী কর্মী ২৪ ঘণ্টা এই কাজে লেগে রয়েছেন। টোল ফ্রি নম্বরে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাধারণ মানুষ জানাতে পারবেন তাঁদের সমস্যা ও মতামত।

শুধুমাত্র টোল ফ্রি টেলিফোন নম্বর আর ওয়েবসাইটেই সীমাবদ্ধ নয়। আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগ শুরু হওয়ার পর ফেসবুকে খোলা হয়েছে ‘দিদিকে বলো’ পেজ। কয়েক ঘন্টায় সেই পেজ লাইক করেছেন ৪৩,৩০৯ জন এবং ফলোয়ার হয়েছেন ৪৩,৭৯৪ জন। ট্যুইটার অ্যাকাউন্টও খোলা হয়েছে ‘দিদিকে বলো’র। সেই অ্যাকাউন্টে তৃণমূল সাংসদ, তৃণমূলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা শুধু নন, দেশের বিশিষ্ট সাংবাদিকরা তাতে তাঁদের মতামত ব্যক্ত করেছেন। আই-পাক সূত্রে জানা গিয়েছে, টোল ফ্রি নম্বর এবং ওয়েবসাইটে লগ-ইন করা ছাড়াও, office@didikebolo.com আইডি’তে ই-মেল করে জানানো যাবে সমস্যার কথা ও নিজেদের মতামত।