সাম্প্রতিক খবর

নভেম্বর ২১, ২০১৯

ফারাক্কায় ড্রেজিং ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন দিদি

ফারাক্কায় ড্রেজিং ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন দিদি

রাজ্য সরকারের তরফে বারংবার আবেদন করা সত্ত্বেও গত কয়েক বছর ধরে ফারাক্কা ব্যারেজে ড্রেজিং না করার জন্য কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তিনি এক প্রশাসনিক বৈঠকে এই মন্তব্য করেন।

দিদি বলেন, ড্রেজিং না হওয়ার ফলে এই ব্যারেজের গভীরতা ও জলধারণ খুব কমে গেছে যার ফলে ভারি বৃষ্টি হলেই পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা হয়।

এই বৈঠকে উপস্থিত রাজ্য সরকারের আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে বলেন ২০০৫ সালে এক বৈঠকে ব্যারেজ কর্তৃপক্ষরা বলেন তারা মাঝে মাঝেই ড্রেজিং করবে। কিন্তু, এত বছর কেটে গেলেও তারা একবারও ড্রেজিং করেনি।