সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১২, ২০১৯

এনআরসির বিরুদ্ধে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় 

এনআরসির বিরুদ্ধে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় 

অসমে জাতীয় নাগরিক পঞ্জিকরণের (এনআরসি) প্রতিবাদে আজ ১২ সেপ্টেম্বর দলের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলে উপস্থিত থাকবেন কলকাতা উত্তর সাংগঠনিক জেলার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়, দলের বিধায়করা এবং অন্যান্য নেতৃবৃন্দ।

অতীতেও মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন যে বাংলার প্রতি বিদ্বেষ থেকেই বিজেপি এই রাজ্যেও এনআরসি প্রক্রিয়া চালু করতে চাইছে। বিভাজনই এনআরসির প্রধান উদ্দেশ্য। তবে কোনোভাবেই বাংলায় এই বিভাজন করতে দেবেন না।

বিধানসভাতে এনআরসির একটি প্রস্তাবও গৃহীত হয়েছে এই অধিবেশনে।