সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২৮, ২০১৯

আজ প্রকাশিত হবে জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৬

আজ প্রকাশিত হবে জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৬

প্রতি বছরের মত এবছরও জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৬ প্রকাশ করা হবে মহালয়ার পুণ্যলগ্নে। প্রকাশ করবেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পত্রিকার প্রকাশ করা হবে।

প্রতিবারের মতো এবারের উৎসব সংখ্যার মূল প্রচ্ছদের লেখাটি লিখেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বিষয়ে কলম ধরেছেন অন্যান্য নেতা নেত্রীরা।এই বইটিতে থাকছে রাজ্য সরকারের উন্নয়নের কথা, সমাজের কথা, রাজ্যবাসীর নানান বিষয়, নিবন্ধ, সাক্ষাৎকার, নাটক ইত্যাদি।

বহু স্বনামধন্য লেখকের লেখাও থাকছে এই সংখ্যায়। সারা রাজ্যে যে কোনও পুজো প্যান্ডেলে জাগো বাংলার স্টলগুলি থেকে সহজেই এই বইটি সংগ্রহ করা যাবে। অন্যান্য সংখ্যার মত অনলাইনেও আপনি পড়তে পারেন এই উৎসব সংখ্যা।