সেপ্টেম্বর ২৮, ২০১৯
দুর্গাপুজোর উদ্বোধন শুরু করলেন দিদি

গতকাল থেকে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি হাতিবাগান দুর্গোৎসবের উদ্বোধন করেন এরপর চালতাবাগান লোহাপট্টি ও দক্ষিণ কলকাতার হিন্দুস্থান ক্লাবের পুজোর উদ্বোধন করেন তিনি।
গতকাল যেহেতু দেবীপক্ষের সূচনা হয়নি তাই প্রদীপ না জ্বালিয়ে তার ওপর ফুল ছড়িয়ে নতুন আঙ্গিকে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর তিনি সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ধর্ম যার যার কিছু উৎসব সকলের’।
তিনি আরও বলেন, ‘‘এই ক’দিন রাজনীতিবর্জিত থাকুক। সকলের শুভ সংস্কৃতি, শুভ বুদ্ধি থাকুক।’’ শারদ-উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘‘এই সময়টা রাজনীতির নোংরা কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র পছন্দ করি না। আমরা এই সময়টা রাজনীতি করি না।’’
প্রতি বছরই মুখ্যমন্ত্রী কলকাতার বহু পুজোর উদ্বোধন করেন। উত্তর থেকে দক্ষিণ— পাড়ায় পাড়ায় পুজোর কর্মকর্তা ও বাসিন্দারা মুখিয়ে থাকেন তাঁর সময় পাওয়ার অপেক্ষায়। আগামীকাল থেকে আরও পুজোর উদ্বোধন করবেন তিনি। এবার প্রায় ১০ হাজার ক্লাব মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে, এবং ৩ হাজার ক্লাব আমন্ত্রণ জানিয়েছে তাদের পুজো উদ্বোধনের জন্য।
উল্লেখ্য, কয়েকদিন আগেই দুর্গাপুজোর কর্মকর্তাদের ইনকাম ট্যাক্সের নোটিস পাঠানো হয়েছিল যার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।