সাম্প্রতিক খবর

নভেম্বর ১১, ২০১৯

দেশে গুরু নানকের মত মানুষ চাইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

দেশে গুরু নানকের মত মানুষ চাইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

গুরু নানকের ৫৫০তম প্রকাশ পর্ব উপলক্ষ্যে আজ কলকাতায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুন্য তিথিতে তিনি সকল শিখ ধর্মাবলম্বী মানুষকে শুভেচ্ছা বার্তা দেন। তিনি বলেন, দেশে গুরু নানকের মত মানুষ চাই।

মুখ্যমন্ত্রী বলেন, গুরু নানক শুধু ধর্মগুরুই ছিলেন না, তিনি এক বিশ্বনেতা ছিলেন। তিনি মানুষে মানুষে ভেদাভেদ করতেন না। অত বছর আগে তিনি সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার যে বার্তা দিয়েছিলে, আজ আমরা সেই বাণীকেই পাথেয় করে চলি। হিন্দু মুসলমান সকলে ওনাকে গুরু ভাবতেন। যত দিন যাবে এই পরম্পরা আরও বলিষ্ঠ হয়ে উঠবে।

তিনি আরও বলেন, মানুষের জন্য কাজ করা গুরু নানক আমাদের শিখিয়েছেন। ওনার ৫৫০তম প্রকাশ পর্ব উপলক্ষ্যে আমরা একটা গুরু নানক মেমোরিয়াল ভবন তৈরি করতে চাই। ওখানে সকলের থাকার ব্যবস্থাও হবে। সারা বিশ্বে এই তিথি মর্যাদার সঙ্গে পালন করা হয়।