সাম্প্রতিক খবর

জুন ২৮, ২০১৯

আজ ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল

আজ ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল

রাজনৈতিক অশান্তির রেশ কাটিয়ে ভাটপাড়ার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের তরফেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে আজ ভাটপাড়ায় যাচ্ছেন তৃণমূলের বিধায়করা। বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম তৃণমূলের এই পরিষদীয় দলের নেতৃত্ব দেবেন। রাজ্যে লোকসভা নির্বাচন পরবর্তী হিংসার জন্য আরও একবার প্রকারান্তরে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল মহাসচিব। 

তিনি বলেন, ‘ভাটপাড়ায় অতীতে কখনও এমন হিংসার ঘটনা ঘটেনি। তাহলে এখন কেন এমন ঘটনা ঘটছে।’ বিষয়টি ভেবে দেখার জন্য সেখানকার বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।