October 11, 2017
Dalits get beaten up for attending Dandiya in Gujarat, not Bengal: Mamata Banerjee

Speaking at a public meeting in Jhargram today, Bengal Chief Minister Mamata Banerjee said that in Gujarat, Dalits were beaten up for attending a dandiya function. However, such incidents of violence against Dalits are unheard of in Bengal
“Here we protect the minorities, the Dalits and the downtrodden. We respect all religions. Everyone lives in harmony,” the CM said.
She also highlighted the various welfare measures for Adivasis taken by the Bengal Government in the last six years. She said, “We are giving pattas to the Adivasi brothers and sisters. We give pension to Adivasis. We started a social security scheme for kendu leaf collectors. This is unprecedented in India.”
She also warned that a certain political party is playing divisive politics, driving a wedge between people.
“They are trying to create a rift between Hindus and Muslims, Sikhs and Christians. Dalits are being persecuted. The land of tribal people has been forcefully taken away in Jharkhand. We have protested against such incidents,” Mamata Banerjee commented.
The CM added, “We celebrate Tusu Utsav and Karam Puja with equal fervour, like other festivals. Now you can take the West Bengal Civil Service (WBCS) examination in Santhali language.”
“Textbooks in Ol Chiki script are available till class X. From now, we will allow Ol-Chiki to be the medium of instruction till graduation. In the future, a university would be opened where the medium of instruction will be Ol Chiki,” she said.
গুজরাত, ইউ পি, ঝাড়খণ্ডে দলিতরা আক্রান্ত, বাংলায় এসব হয় নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়
আজ ঝাড়গ্রামে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গুজরাত, ইউ পি, ঝাড়খণ্ডে দলিতরা আক্রান্ত, কিন্তু বাংলায় এসব হয় না।
তিনি বলেন, “বাংলায় আদিবাসী দলিত ও সংখ্যালঘু সাধারণ মানুষদের আমরা বুকে আগলে রাখি, এখানে কোন ভেদাভেদ নেই।”
গত ছয় বছরে রাজ্য সরকার আদিবাসী উন্নয়নের জন্য যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলিও তুলে ধরেন: “আমরা আদিবাসী ভাই বোনেদের পাট্টা প্রদান করছি। কেন্দু পাতা সংগ্রহকারীরা ৬০ বছর বয়স হলে পেনশন পায়। আদিবাসীদের আমরা পেনশন দিই যা আর কোন রাজ্যে দেওয়া হয় না।”
মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সতর্ক করেন যে একটি রাজনৈতিক দল মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করার রাজনীতি করছে। তিনি মন্তব্য করেন, “ওরা হিন্দু-মুসলমান আলাদা করছে, শিখ-খ্রিষ্টান আলাদা করছে। আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে ঝাড়খণ্ডে। আমরা এইসব ঘটনার নিন্দা করি।”
তিনি আরও বলেন, “আমরা টুসু, ভাদু, করম সব উৎসবই পালন করি। সাঁওতালি ভাষায় পড়ানো হচ্ছে, অল চিকি ভাষা স্কুলে পড়ানো হয়। অল চিকি ভাষায় সিভিল সার্ভিস পরীক্ষাও দেওয়া যায়। দশম শ্রেণী পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তক অল চিকি ভাষায় পাওয়া যায়। এখন থেকে স্নাতক স্তর পর্যন্ত অল চিকি ভাষায় পড়ানো হবে।”