সাম্প্রতিক খবর

নভেম্বর ১০, ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুল: নবান্নের কন্ট্রোলরুমেই রাত জাগলেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় বুলবুল: নবান্নের কন্ট্রোলরুমেই রাত জাগলেন মুখ্যমন্ত্রী

যত সময় এগিয়েছিল, ততই ঘোরতর হয়েছিল পরিস্থিতি। শক্তি বৃদ্ধি করে সর্বোচ্চ প্রায় ১৫০ কিমি বেগে রাজ্যের উপকূলে ধেয়ে আসল ঘূর্ণিঝড় বুলবুল। তবে সবরকম পরিস্থিতি মোকবিলা করতে তৈরি ছিল রাজ্য প্রশাসন এবং প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিস্থিতি খতিয়ে দেখতে নবান্নের কন্ট্রোলরুমেই রাত জাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে টুইট করে সকলকে সতর্ক এবং নিরাপদ থাকার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। নবান্নের পাশাপাশি খোলা ছিল কলকাতা পুরসভার কন্ট্রোল রুমও। সেখানে উপস্থিত ছিলেন মেয়র।

মুখ্যমন্ত্রী টুইট করে জানান, “ঘূর্ণিঝড় বুলবুল খুব তাড়াতাড়ি বাংলার ওপর আছড়ে পড়বে। রাজ্য প্রশাসন অতন্দ্রভাবে সারাক্ষণ এই পরিস্থিতির দিকে নজর রাখছে। আমরা এই আপতকালীন অবস্থার সঙ্গে লড়ার জন্য সমস্ত বন্দোবস্ত করেছি। বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং এনডিআরএফ-এসডিআরএফ টিম নিযুক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “স্কুল, কলেজ ও আঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। বিপজ্জনক উপকূলবর্তী অঞ্চল থেকে ১ লক্ষ ২০ হাজারের বেশী মানুষকে উদ্ধার করা হয়েছে। কেউ আতঙ্কিত হবেন না। দয়া করে সকলে শান্ত থাকুন, উদ্ধার ও ত্রানে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। সতর্ক থাকুন, ভালো থাকুন এবং নিরাপদ থাকুন।”