সাম্প্রতিক খবর

নভেম্বর ১৬, ২০১৯

গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য ক্রিটিকাল কেয়ার ইউনিট, স্বাস্থ্য শিবির

গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য ক্রিটিকাল কেয়ার ইউনিট, স্বাস্থ্য শিবির

আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলা গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য ক্রিটিকাল কেয়ার ইউনিট তৈরী করার পরিকল্পনা নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। পর্যাপ্ত সংখ্যার শয্যা ও আউটডোর সুবিধা সহ একটি স্বাস্থ্য শিবির তৈরী করা হবে আউট্রাম ঘাটে।

প্রবীণ স্বাস্থ্য আধিকারিকরা সম্প্রতি স্বাস্থ্য ভবনে এই বিষয়ে একটি বৈঠক করেন। এখানে গঙ্গাসাগর বিষয়ে আনুসাঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আধিকারিকদের মতে, কোনও জরুরী অবস্থায় কলকাতায় নিয়ে আসার জন্য গঙ্গাসাগরে বিমান অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হবে। শিয়ালদহ ও হাওড়ায় স্বাস্থ্য শিবির খোলা হবে।

এবারের মেলায় আগের বছরের থেকেও বেশী জনসমাগম হবে হতে পারে বলে পরিবহণ দপ্তর প্রচুর পরিমাণে বাস ও ফেরির ব্যবস্থা করবে।