সাম্প্রতিক খবর

অক্টোবর ২৫, ২০১৯

রাজ্যে কমেছে অপরাধের হার – সাফল্য রাজ্য সরকারের

রাজ্যে কমেছে অপরাধের হার – সাফল্য রাজ্য সরকারের

সম্প্রতি ২০১৭ সালের এনসিআরবি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে অন্যান্য রাজ্য যেখানে অপরাধের অন্ধকারে এগিয়ে চলেছে সেখানে অপরাধ কমার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাফল্য চোখে পড়ার মত। দেখে নেওয়া যাক একনজরে।

* খুন ও হত্যা রাজ্যে কমেছে ৪.৬ শতাংশ

* অপহরণ কমেছে ১৪.৬ শতাংশ যেখানে জাতীয় গড়ে বেড়েছে ৭.৭ শতাংশ

* ডাকাতি কমেছে ২৬.২ শতাংশ যেখানে জাতীয় গড়ে কমেছে ৫ শতাংশ

* যৌন নিগ্রহ কমেছে ৮.৮ শতাংশ যেখানে জাতীয় গড়ে কোনও তফাৎ হয়নি

* স্বামী বা আত্মীয়দের হাতে অত্যাচার কমেছে ১৩.৭ শতাংশ যেখানে জাতীয় গড়ে কমেছে ৬.৭ শতাংশ

পাশাপাশি কলকাতা দেশের নিরাপদতম মেট্রো শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া রাজ্যে পাচার কমেছে ১০ গুণ।