Latest News

December 23, 2017

Cooperative banks to increase amount of loans to SHGs by almost 2.5 times

Cooperative banks to increase amount of loans to SHGs by almost 2.5 times

The Bengal Government has decided to increase by almost 2.5 times the amount of loans given by the State Government’s cooperative banks to self-help groups (SHG).

The amount of loans given to SHGs during the last financial year (2016-17) was Rs 572 crore, which will become Rs 1400 crore during the current financial year (2017-18). This was announced recently by the State Cooperation Minister.

SHGs in the rural regions are often the drivers of village economies and hence the decision for closer collaboration between the Cooperation Department and the Micro, Small and Medium Enterprises (MSME) Department, which looks after all aspects related to SHGs.

 

স্বনির্ভর গোষ্ঠীদের আড়াই গুণ বেশী ঋণ দেবে সমবায় ব্যাঙ্ক

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে স্বনির্ভর গোষ্ঠীদের আগের তুলনায় আড়াই গুণ বেশী ঋণ দিতে পারবে সমবায় ব্যাঙ্কগুলি।

২০১৬-১৭ অর্থবর্ষে স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ দেওয়া হয়েছিল ৫৭২কোটি টাকা, যা চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০১৭-১৮ তে বেড়ে হবে ১৪০০ কোটি টাকা। রাজ্য সমবায় মন্ত্রী এই ঘোষণা করেন।

স্বনির্ভর গোষ্ঠীকে গ্রামীণ অর্থনীতির পরিচালক বলা যায়। তাই সমবায় দপ্তর ও ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরের আরও নিবিড় সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সব দিক খতিয়ে দেখার পর।

Source: Bartaman