অগাস্ট ১৬, ২০১৯
কাজের বদলে ভাগাভাগি, রেষারেষি বা হিংসার প্রতিযোগিতায় নয়, কাজের প্রতিযোগিতায় নামুনঃ মুখ্যমন্ত্রী

আজ হাওড়ায় নবান্ন সভাঘরে একটি শ্রমনিবিড় শিল্প পরিকাঠামো ও কর্মসংস্থান বিষয়ে একগুচ্ছ ঘোষণা ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:
আজ অনেকগুলি এম এস এম ই ক্লাস্টার ও বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর ঘোষণা হল, মোট জমির পরিমান ১৬৩৩ একর. ১৩০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং প্রায় ২ লক্ষ কর্মসংস্থান হবে
কয়েকদিন আগে বানতলায় লেদার ইন্ডাস্ট্রির উদ্বোধন করা হল (পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লেদার হাব) সেখানে ৫ লক্ষ কর্মসংস্থান হবে
যারা কানপুর থেকে কাজ ছেড়ে চলে আসছে তাদের নিয়ে ‘কর্মদিগন্ত’ শুরু হয়েছে
একসময় হাওড়া ছিল ক্ষুদ্র শিল্পের পুণ্যভূমি। বর্ধমানে মিষ্টির হাব, চন্দননগরে আলোর হাব করা হয়েছে
আমাদের দুর্ভাগ্য যে বাংলার পজিটিভ ব্যাপারটা কেউ তুলে ধরে না, প্রেস মিডিয়া থেকে আমরা কোন সমর্থন পাই না, শুধু বিজ্ঞাপন শেষ কথা নয়, কত কর্মসংস্থান হচ্ছে? কি হচ্ছে? সেটাই আসল বিষয়। একদিন যারা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আজ তারা বাংলায় কাজ করতে আসছেন, এটাই বাংলার গর্ব
আমাদের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমরা চাই এখানে শিল্প আসুক, দেশের জন্য সবচেয়ে বড় কাজ হল কর্মসংস্থান, বেকারত্ব নয়। দেশের অনেক শিল্প বন্ধ হয়ে গেছে, গাড়ি শিল্পের হাল খারাপ হয়ে গেছে, অর্থনীতির বেহাল অবস্থা। অর্থনৈতিক স্বাধীনতা না এলে বড় বড় ভাষণ দিয়ে মিডিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করলে কোন লাভ নেই
এই পরিস্থিতিতে আমাদের অর্থ ও কৃষির ওপর জোর দিতে হবে। ছাত্র যৌবন, মা বোনেদের এগিয়ে আনতে হবে কারণ এরাই আমাদের দেশের গর্ব, আমাদের দিশারী
গ্রামের মানুষকে কর্মদিশা দেখাতে হবে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র হল গ্রামের মানুষকে এগিয়ে দেওয়ার একটা বড় জায়গা
শিল্পকেন্দ্রিক জায়গাগুলো যেমন হাওড়া, হলদিয়ায় রপ্তানি কেন্দ্র গড়ে তুলতে হবে এবং আরো মানুয়ষকে অন্তর্ভুক্ত করতে হবে
সকলের সুবিধার জন্য এক জানালা শিল্প নীতির ক্ষেত্রে একজন নোডাল অফিসার নিয়োগ করার প্রস্তাব দিচ্ছি এবং এর একটি কমিটিও গঠন করা হবে
সময়ের সাথে সাথে নিজেদের বদলাতে হবে, আগে এখানে বনধের জন্য ৭০-৮০ লক্ষ কর্মদিবস নষ্ট হতো। যাদের কোন কাজ নেই, কথায় কথায় তারা কর্মবরতির ডাক দেয়
এখন হঠাৎ করে ৪৫ টি পি এস ইউ বন্ধ হয়ে যাচ্ছে, এখানে প্রায় ৮ লক্ষ লোকের কর্মসংস্থান রয়েছে। বি এস এন এল বন্ধ হয়ে গেলে প্রায় ৭৫ হাজার কর্মী কর্মহীন হয়ে যাবেন, এছাড়া এয়ার ইন্ডিয়া, বার্ন স্ট্যান্ডার্ড সহ আরও অনেক সংস্থার বেসরকারীকরণ করা হচ্ছে
দেশের বেকারত্বের হার ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ
আমরা চাই মানুষ কাজ করুক, ভালো থাকুক, নতুন কর্মসংস্থান হোক
শিল্পের জন্য বাংলা সবচেয়ে নিরাপদ জায়গা, তাই উইপ্রো, মাইক্রোসফ্ট সহ সকলে বাংলায় বিনিয়োগে আগ্রহী
বাংলায় ২৬ টি হেলিপ্যাড, গ্রিন বিমানবন্দর তৈরী হয়েছে
ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দক্ষতা প্রশিক্ষণে, জি ডি পি বৃদ্ধিতে, কন্যাশ্রীতে বাংলা ১ নম্বরে
কন্যাশ্রী প্রকল্পে প্রায় ৬০ লক্ষ মেয়ে উপকৃত – এই প্রকল্পের মাধ্যমে সরকার মেয়েদের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার দায়িত্ব নেয়
প্রায় ৯ কোটি মানুষ খাদ্য সাথীর চাল পায়, প্রায় সাড়ে ৭ কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পায়
বাংলা প্রায় ৬ বার ‘কৃষি কর্মন’ পুরস্কার পেয়েছে
বাংলায় বিনামূল্যে চিকিৎসা ওষুধ পাওয়া যায়। ফেয়ার প্রাইস মেডিসিন দোকানে প্রায় ৭০% ছাড়ে ওষুধ পাওয়া যায়
কাজের বদলে ভাগাভাগি, রেষারেষি বা হিংসার প্রতিযোগিতায় নয়, কাজের প্রতিযোগিতায় নামুন
আমরা সবাই এক