অগাস্ট ৯, ২০১৯
ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে পাঠ্যক্রম চালু এই বছরেই

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারের ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চলতি শিক্ষাবর্ষ থেকেই কাজ শুরু করতে পারবে।
এই নবনির্মিত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া এখানে ১০০টি আসনের স্বীকৃতি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে মেডিক্যাল কলেজ খোলার উদ্যোগ নিয়েছেন। তারই ফলস্বরুপ, এই বছর স্নাতক স্তরে ডাক্তারি পড়ার আসনসংখ্যা বেড়েছে ৭৫০টি।
৮৭জন অভিজ্ঞ ডাক্তারকে প্রোফেসর হিসেবে নিযুক্ত করা হয়েছে বিভিন্ন মেডিক্যাল কলেজে। এই মেডিক্যাল কলেজগুলি খোলার ফলে চিকিৎসা পরিষেবার মান ও পরিকাঠামো যেমন মজবুত হবে রাজ্যে তেমনই রাজ্যে চিকিৎসকের কোনও অভাবও থাকবে না আগামী কয়েক বছরের মধ্যে।
ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ছাড়াও আরও চারটি সরকারি মেডিক্যাল কলেজ এই শিক্ষাবর্ষ থেকেই চালু করার অনুমোদন পেয়েছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার। পুরুলিয়া, রামপুরহাট, রায়গঞ্জ এবং কোচবিহারের মেডিক্যাল কলেজের প্রতিটিতে থাকছে ১০০টি করে আসন।
প্রসঙ্গত, দুটি বেসরকারি মেডিক্যাল কলেজ – হলদিয়ায় আইকেয়ার ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ এবং দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড সানাকা হসপিটাল যথাক্রমে ১০০ এবং ১৫০টি আসনের অনুমোদন পেয়েছে।