Latest News

February 22, 2018

Chhau mask project in Purulia by State Govt

Chhau mask project in Purulia by State Govt

The Bengal Government’s achievements in the NREGA Scheme, also known as the 100 Days’ Work Scheme, is well known. The state is the best in the country.

Now the government has decided to add the making of chhau masks in Purulia as a project within the scheme. A pilot project has been started in Lipania village under Para block in Raghunathpur subdivision of the district.

Around 35 women from Lipania have been picked for getting training in the making of the masks. The project is aimed at making women self-reliant.

This project is being implemented by the Panchayats and Rural Development Department. The department seeks to make Lipania village like the famous Charida village in Baghmundi block, famous for the making of chhau masks and for having produced legends like Padmashree award winner, the late Gambhir Singh Mura.

Hence, these women would be taken to Charida village to learn from their more famous counterparts, so that the masks produced are of the same quality.

The State Government would help the women sell their masks and showcase them at the various tourist spots in Purulia district. The masks can be used both during the dance and as home décor.

Recently, the State Micro, Small and Medium Enterprises (MSME) Department and the United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO jointly organised a three-day fair of chhau masks at Charida village. The Tourism Department was also involved in the festival. It was highly successful as it attracted a lot of tourists.

Chhau has been recognised by UNESCO through its Cultural Hubs project, jointly undertaken with the State Government following encouragement from none other than Chief Minister Mamata Banerjee.

 

পুরুলিয়ার লিপানিয়ায় ৩৫ জন মহিলাকে ছৌমুখোশ তৈরির প্রশিক্ষণ

ছৌমুখোশের নতুন ঠিকানা হতে চলেছে পুরুলিয়ার লিপানিয়া গ্রাম। এতদিন জেলার মধ্যে শুধু বাঘমুণ্ডির চড়িদাতেই তৈরি হত এই মুখোশ। একই আঙ্গিকে এবার নতুন এই জায়গায় মহিলারা মুখোশ তৈরি করবেন। সেইমতো প্রশিক্ষণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আপাতত ৩৫ জন মহিলাকে মুখোশ তৈরির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাড়া ব্লকের উদ্যোগে এই প্রশিক্ষণ দিচ্ছেন চড়িদা গ্রামের প্রতিষ্ঠিত মুখোশ শিল্পীরা।

পুরুলিয়ার ছৌনৃত্য ও ছৌমুখোশ আজ সারা বিশ্বে সমাদৃত। শুধু ছৌনাচের ক্ষেত্রেই নয়, এখন ছৌমুখোশ জায়গা করে নিয়েছে গৃহস্থের ড্রয়িং রুমেও। বিপুল চাহিদা বাড়ছে মুখোশের। লাভের মুখ দেখছেন শিল্পীরা।

মহিলারা যে মুখোশ তৈরি করবেন তা বিপণনের জন্য পুরুলিয়ার পর্যটন স্থলগুলিকে বেছে নেওয়া হবে। সেখানে বিশেষ স্টল তৈরি করা হবে। লিপানিয়া গ্রামে ছৌনাচের জন্য কমিউনিটি সেন্টার গড়া হবে। এই প্রকল্পকে পরবর্তীকালে একশো দিনের কাজের সঙ্গেও যুক্ত করার চিন্তাভাবনা করা হচ্ছে।

প্রশিক্ষণরত লিপানিয়া গ্রামের বাসিন্দা বর্ণালী দেওঘরিয়া জানান, তাঁদের গ্রামেই পাঁচটি ছৌ দল রয়েছে। অল্প বয়স থেকে ছৌনাচ দেখে অভ্যস্ত তাঁরা। তবে, কখনো ভাবেননি নিজের হাতে তাঁরা ছৌমুখোশ বানাবেন। কাগজ, কাপড় ও মাটি দিয়ে যে এত সুন্দর মুখোশ গড়ে তোলা যায় তা দেখে রোমাঞ্চিত হচ্ছেন তাঁরা।

Source: The Statesman