Latest News

August 12, 2016

Centre owes Bengal Rs 1700 Cr as MGNREGA wage dues: Sudip Bandyopadhyay

Centre owes Bengal Rs 1700 Cr as MGNREGA wage dues: Sudip Bandyopadhyay

Leader of the party in Lok Sabha, Sudip Bandyopadhyay today raised a very important issue during Zero Hour in the presence of the Hon’ble Prime Minister.

Centre owes Bengal Rs 1700 crore towards wages under the MGNREGA scheme. The Centre pays wages to those who work for the scheme. Large number of wagers in Bengal have not been paid, Sudip Banerjee said.

He demanded that the dues be cleared immediately.

This was the only issue raised during Zero Hour today in Lok Sabha, Sudip Banerjee spoke amid the din.

 

১০০ দিনের কাজের ১৭০০ কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র: সুদীপ বন্দ্যোপাধ্যায়

লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জিরো আওয়ারে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন।

“১০০ দিনের কাজের ১৭০০ কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র, এই প্রকল্পের অধীনে যারা কাজ করেন তাদেরকে কেন্দ্রের টাকা দেওয়ার কথা। এছাড়া  আরও অনেক প্রকল্পের ক্ষেত্রে বাংলার টাকা বাকি রেখেছে কেন্দ্র”, বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

তিনি দাবি করেন যে তাদের এই বকেয়া যেন অবিলম্বে মিটিয়ে দেওয়া হয়।

আজ জিরো আওয়ারে শুধুমাত্র এই একটি ইস্যুই লোকসভায় উত্থাপিত হয়, তৃণমূলের পক্ষ থেকে বক্তা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।