সাম্প্রতিক খবর

অগাস্ট ৩১, ২০১৯

বিরুদ্ধ সমালোচনা করলেই মিডিয়া সংস্থাগুলোতে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করছে কেন্দ্রীয় সরকার: দিদি

বিরুদ্ধ সমালোচনা করলেই মিডিয়া সংস্থাগুলোতে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করছে কেন্দ্রীয় সরকার: দিদি

গতকাল বিধানসভায় গণপ্রহার বিরোধী বিলের বিতর্কে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরুদ্ধ সমালোচনা করলেই মিডিয়া সংস্থাগুলোতে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে কেন্দ্রীয় সরকার মিডিয়ার স্বাধীনতা খর্ব করছে।”

তিনি আরও জানান যে, সাংবাদিকদের বিরুদ্ধে কেস ফাইল করে স্বাধীন এবং নিরপেক্ষ সাংবাদিকতায় বাঁধা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী মিডিয়াগুলো চলতে বাধ্য হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করা নিয়ে তিনি বলেন যে, ফেসবুক এখন ফেকবুক হয়ে গেছে, কেন্দ্রের সাথে যুক্ত লোকেরা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করছে। এমনকি শিক্ষাজগত ও সাংবাদিকতার সাথে জড়িত গণ্যমান্য ব্যাক্তিরাও আক্রান্ত হচ্ছেন।