সেপ্টেম্বর ২৪, ২০১৯
আমাদের কষ্টে পাওয়া স্বাধীনতা খোয়াতে দেব না- দিদি

আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে স্বাধীনতা সংরামীদের প্রচুর বলিদান এবং ত্যাগের ফলে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা কিছুতেই খোয়াতে দেব না।এই কথা তিনি নাগরিক-পঞ্জি সম্বন্ধে বলেন।
তিনি বাংলার মানুষকে নাগরিক পঞ্জি নিয়ে শঙ্কিত না হতে বলেন। তিনি বলেন “বাংলার মানুষ-কে কোনভাবেই তাড়ানো যাবে না। আমি বিদ্যাসাগরের জন্ম-ভিটাই এসে এই কথা বলছি। আমরা বাংলায় এন-আর-সি করতে দেব না।ধর্ম, বর্ণ বা ভাষাগত পরিচয়ের উর্ধে আমরা বাংলায় সবাই এক। আমাদের এটাই পরিচয়, এটাই কৃষ্টি।
তিনি আরও বলেন যে “বাংলা সব সময়ে শিক্ষা এবং সংস্কারের পথ দেখিয়েছে। বাংলার মাটি সোনার চেয়েও পবিত্র। বাংলাকে অপমান করা যাবে না। আমরা সব ভাষাকে সমান মর্যাদা দিই, কিন্তু আমাদের মাতৃভাষাকে ভুলতে পারব না।