Latest News

October 31, 2017

Buses to ply all night in Kolkata

Buses to ply all night in Kolkata

The State Transport Department is taking steps to runs buses all through the night in Kolkata. Thus, like in New York, London or Washington DC, there would soon be 24-hour availability of bus service across the city, which would be an impressive feat indeed.

During the Durga Puja as well as during the Indian Premier league (IPL) match days, the State Government had run bus services late into the night, which was highly appreciated by the public.

Initially, the government would run the services from the airport, Howrah Station, Esplanade and a few other busy areas. The services would started immediately after the completion of the FIFA Under-17 World Cup.

Source: Khabar 365 Din

কলকাতা শহরে সারা রাত মিলবে সরকারি বাস

২৪ঘণ্টা সচল থাকবে শহর। নিউইয়র্ক, লন্ডন, ওয়াশিংটনের মতো এবার সারা রাত বাস চলবে তিলোত্তমায়। রাজ্য সরকারের তৎপরতায় সারা রাত বাস পরিষেবা সাধারণ মানুষকে স্বস্তি দেবে। পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাতে বাস পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। আগামী দিনে সাধারন মানুষের সুবিধার্থে রাতে বাস পরিষেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে। পুজোর সময়, কলকাতায় আইপিএল চলাকালীন রাতে বাস পরিষেবা চালু রাখে রাজ্য পরিবহণ দপ্তর।

শুধু কোনও উৎসব, অনুষ্ঠান নয়, সারা বছর যাতে এই বাস পরিষেবা চালু রাখা যায়, তারই প্রচেষ্টা শুরু করতে চলেছে রাজ্য পরিবহণ দপ্তর। তবে এই মুহূর্তে এয়ারপোর্ট, হাওড়া, ধর্মতলা সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি থেকে সরকারি বাস পরিষেবা দেওয়া হবে। রাতের ট্রেনে বা বিমানে যারা কলকাতায় আসছেন তাঁদের যাতায়াতের ক্ষেত্রে কোনও সমস্যায় না পড়তে হয় তার জন্যই সারা রাত ধরে বাস পরিষেবা দেওয়ার ভাবনা। আসন্ন যুব বিশ্বকাপের পরেই রাতে বাস পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর।