সাম্প্রতিক খবর

নভেম্বর ২০, ২০১৯

কাশ্মীরে নিহত পাঁচ বাঙালির স্মরণে সাগরদিঘিতে বাস স্ট্যান্ড হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

কাশ্মীরে নিহত পাঁচ বাঙালির স্মরণে সাগরদিঘিতে বাস স্ট্যান্ড হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বহরমপুরের রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরে নিহত পাঁচ বাঙালিকে উৎসর্গ করে সাগরদিঘিতে একটা বাস স্ট্যান্ড করা হবে, ঘোষণা করেন তিনি। তিনি বলেন কাশ্মীরে নিহত শ্রমিকদের পরিবারগুলিকে সমর্থন প্রকল্পে ৫০,০০০ টাকা ও বাংলার অবস্ যোজনায় বাড়ি দেওয়া হবে।

এনআরসি-র বিষয়েও সকলকে আশ্বস্ত করেন দিদি। অন্য রাজ্য থেকে আসা বিচ্ছিনতাবাদী সংগঠনকে রুখে দিতে জনগণকে আহ্বান জানিয়ে তিনি বলেন, হায়দ্রাবাদের মৌলবাদীরা যেন অনুমতি না পায় সেটা দেখুন।

সাধারণ মানুষের সঙ্গে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের যোগাযোগ আরও সুদৃঢ় করার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, খাদ্যসাথীর কার্ডে কোনও সমস্যা থাকলে, রেশন কার্ড করার সময় কোনও সাহায্য দরকার হলে মানুষকে সহায়তা করতে। মুর্শিদাবাদকে মডেল জেলা হিসেবে উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।